





অবশেষে ওটিটির দুনিয়ায় হাজির হচ্ছেন চিত্রনায়িকা পূজা চেরি। ওয়েব ফিল্মের নাম ‘পরি’। আন্তর্জাতিক






নারী দিবসে (৮ মার্চ) ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে মুক্তি পাচ্ছে এটি। পুরো সিনেমার অভিনয়ে পূজাকে মেকআপ ছাড়া দেখা যাবে। পূজার ভাষ্য, ‘শুধু দুটি দৃশ্যে মেকআপ নিয়েছি। একটি আইটেম গান রয়েছে, সেটির জন্য।’






ছবিটির গল্প নারী পাচার নিয়ে। যার খপ্পরে পড়ে থাইল্যান্ডে আটকে আছে এক বাংলাদেশি মেয়ে। ফিরে আসতে চায় দেশে; কিন্তু চাইলেই কি ফেরা যায়? ক্রমেই তার জীবন ডুবতে থাকে অন্ধকারে। ঠিক তখনই আলোর চিহ্ন নিয়ে আসে এক সেলিব্রেটি অভিনেতা; কিন্তু পর্দার এই নামি অভিনেতা কি সত্যিই হতে পারবে বাস্তব জীবনের নায়ক?
ওয়েব ফিল্মটিতে দেশীয় শোবিজ অঙ্গনের একজন সুপারস্টারের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। তিনি জানান, মানবপাচার নিয়ে গল্প হলেও এখানে ড্রামা, রোমান্স, থ্রিল সব কিছুই থাকবে।
পূজা বলছিলেন, ‘ওয়েব ফিল্মটি আমার ভালো লাগার কাজ। থাইল্যান্ডে বেশ পরিশ্রম করে এটি শেষ করি। প্রত্যেক অভিনয়শিল্পীর জীবনেই ভালো কিছু কাজ থাকে, আমার জীবনে “পরি” তেমনই একটি ভালো কাজ।’
রায়হান খানের চিত্রনাট্যে ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। এতে পূজা, জোভান ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, মুসাফির সায়েদ বাচ্চু, নরেশ ভূঁইয়া, বাশার বাপ্পি, সাক্ষ্য শহিদ, সিনথিয়া ইয়াসমিন প্রমুখ।