Home / মিডিয়া নিউজ / বিয়ের গুজবে খুশি সালমান

বিয়ের গুজবে খুশি সালমান

তিন খানকে একই ছবিতে কাজ করতে দেখার বদলে আমার বিয়েটা আগে দেখতে চাইব’। ভাইজানের

এমন মন্তব্যের পরই ঝড় উঠেছে বলিউড পাড়ায়। শোনা গিয়েছে, ২০১৫ তেই সাতপাকে বাঁধা পড়তে

চলেছে সালমান। আবার কখনো শোনা গিয়েছে, রাশিয়ান বান্ধবী লুলিয়ার সঙ্গে এনগেজমেন্টটা সেরে

ফেলেছেন সালমান। তবে এইসব নিয়ে কখনই কোনও মাথা ব্যাথা ছিল না সালমানের। বরং তিনি এই ব্যপারটা এনজয়ই করেন। দাবাং স্টাইলে জানালেন সালমান, “লুলিয়ার সঙ্গে আমার বিয়ে নিয়ে যে গুজব চললে ব্যাপারটি আমি খুব এনজয় করছি। মিথ্যে হলেও বিয়ের খবর শুনতে বেশ ভালো লাগছে”। তবে সালমান যা বলুন না কেন? বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে, রোমানিয়ান টিভি তারকা লুলিয়া ভানটুরের প্রেমে পড়েছেন দাবাং খান। বোন অর্পিতার বিয়েতে পরিবারের সবার সঙ্গে পরিচয়ও করিয়ে দিয়েছে। সম্প্রতি লুলিয়ার মুখপাত্র জানিয়েছেন, কাজের খাতিরেই রোমানিয়ায় থাকছেন লুলিয়া। সালমানের সঙ্গে এনগেজমেন্ট হয়ে গিয়েছে তার। আগামী বছরই নাকি গাঁটছড়া বাঁধবেন এই দুই তারকা। আপাতত সূরজ বার্জাতার ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির প্রচারে শহরে শহরে ঘুরছেন সালমান। প্রায় ষোল বছর পর ‘প্রেম রতন ধন পায়ো’ দিয়ে আবার রাজশ্রী ফ্লিমসে ফিরছেন প্রেম। ভাগ্য-শ্রী, সোনালি ব্যান্ডরে, মাধুরী দীক্ষিত হয়ে এ বার সেই প্রেম-লীলায় সামিল সোনম কাপুর। ‘সাওরিয়া’ সিনেমার পর আবার একসঙ্গে দেখা যাবে সালমান-সোনমকে। যদিও এই ছবি দেখে অনেকে বলেছেন সালমান-ঐশ্বরিয়ার ঝলক রয়েছে। এদিকে অনেকদিন পর এই ছবিতে দাবাং ইমেজ ভেঙে, “হাম আপকে হে কন’ বা ‘হাম দিল দে চুকে সনম’-এর পুরনো সেই লাভারবয় আমেজেই পর্দায় ধরা দেবে সালমান। এই নভেম্বরে মুক্তি পেতে চলেছে সূরজ বার্জাত পরিচালিত ‘প্রেম রতন ধন পায়ো’।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *