Home / মিডিয়া নিউজ / আদমে কাজের অভিজ্ঞতা আমার জন্য খুবই মজার ছিল : ঐশী

আদমে কাজের অভিজ্ঞতা আমার জন্য খুবই মজার ছিল : ঐশী

বিনোদন ডেস্ক : এ সময়ের অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। গত দুবছরে তার অভিনীত

কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাগুলো ব্যবসায়িকভাবে খুব একটা সফলতা না পেলেও নায়িকা হিসাবে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন ঐশী।

বিশেষ করে তার অভিনয় দর্শক মহলে প্রশংসিত হয়েছে। বর্তমানে এ অভিনেত্রীর নতুন একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। নাম ‘আদম’।

আশির দশকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গ্রামীণ জনপদে ঘটে যাওয়া কঠিন বাস্তবতা আর জীবনবোধের গল্প নিয়ে নির্মিত হয়েছে এ সিনেমা। এর মধ্য দিয়ে প্রথমবার জুটি বেঁধেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী ও ইয়াশ রোহান। এটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা আবু তাওহীদ হিরণ।

সম্প্রতি সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ করেছেন নির্মাতা। এ সিনেমা প্রসঙ্গে জান্নাতুল ফেরদৌস ঐশী বলেন, ‘আদমে কাজের অভিজ্ঞতা আমার জন্য খুবই মজার ছিল। সব শিল্পী চান চরিত্র ও অভিনয়ে বৈচিত্র্য আনতে। এটি আমার বৈচিত্র্যময় কাজগুলোর মধ্যে অন্যতম একটি। আশা করছি দর্শক সিনেমাটি গ্রহণ করবেন।’

এর আগে চলতি বছর এ অভিনেত্রীর ‘ব্ল্যাক ওয়ার’ নামে একটি সিনেমা মুক্তি পায়। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন আরেফিন শুভ। সামনে নতুন সিনেমার খবর দেবেন বলেও এ অভিনেত্রী জানিয়েছেন।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *