Home / মিডিয়া নিউজ / আমার বেডরুম নিয়ে সবাই মজা নিচ্ছে : রাজ

আমার বেডরুম নিয়ে সবাই মজা নিচ্ছে : রাজ

রাজ একটি গণমাধ্যমকে বলেন, ‘মাই বেডরুম ইজ প্রাইভেট, ভেরি প্রাইভেট। নট ফর পাবলিক। বাট আমার বেডরুম নিয়ে সবাই মজা নিচ্ছে।’

স্বামী শরিফুল রাজের বিরুদ্ধে শারীরিক নি’র্যাতনের অভিযোগ তুলেছেন চিত্রনায়িকা পরীমণি। বিষয়টি

নিয়ে নায়িকা খোলামেলা কথা বললেও নিশ্চুপ রাজ। পরীর সঙ্গে যে তার সম্পর্ক টিকছে না সে বিষয়টিও স্পষ্ট করেছেন রাজ। সম্পর্ক জোড়া লাগবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘না, আর হবে না।’

পরীমণির অভিযোগের কোনো প্রতিক্রিয়া কেন জানাননি, এমন প্রশ্নে রাজের জবাব, ‘পরীর যা মন চায় করুক। আমি চুপচাপ আছি। এমন পরিস্থিতিতে আমার একা থাকা দরকার। আমি কোনো ভুল করিনি। এ ব্যাপারে পরে কথা বলব।’

প্রসঙ্গত,গত বছরের শেষ দিনে বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন পরীমণি। এরপর নতুন বছরের প্রথম প্রহরেই র’ক্তমাখা বিছানার ছবি দিয়ে সংবাদ সম্মেলন করার কথা জানান। পরবর্তীতে আরেকটি স্ট্যাটাসে রাজের বিরু’দ্ধে শারী’রিক নি’র্যাতনের অভিযোগ তোলেন। ভালোবেসে ঘর বেঁধেছিলেন ঢাকাই সিনেমার তারকা দম্পতি রাজ-পরী।

রাজ একটি গণমাধ্যমকে বলেন, ‘মাই বেডরুম ইজ প্রাইভেট, ভেরি প্রাইভেট। নট ফর পাবলিক। বাট আমার বেডরুম নিয়ে সবাই মজা নিচ্ছে।’

স্বামী শরিফুল রাজের বিরুদ্ধে শারীরিক নি’র্যাতনের অভিযোগ তুলেছেন চিত্রনায়িকা পরীমণি। বিষয়টি নিয়ে নায়িকা খোলামেলা কথা বললেও নিশ্চুপ রাজ। পরীর সঙ্গে যে তার সম্পর্ক টিকছে না সে বিষয়টিও স্পষ্ট করেছেন রাজ। সম্পর্ক জোড়া লাগবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘না, আর হবে না।’

পরীমণির অভিযোগের কোনো প্রতিক্রিয়া কেন জানাননি, এমন প্রশ্নে রাজের জবাব, ‘পরীর যা মন চায় করুক। আমি চুপচাপ আছি। এমন পরিস্থিতিতে আমার একা থাকা দরকার। আমি কোনো ভুল করিনি। এ ব্যাপারে পরে কথা বলব।’

প্রসঙ্গত,গত বছরের শেষ দিনে বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন পরীমণি। এরপর নতুন বছরের প্রথম প্রহরেই র’ক্তমাখা বিছানার ছবি দিয়ে সংবাদ সম্মেলন করার কথা জানান। পরবর্তীতে আরেকটি স্ট্যাটাসে রাজের বিরু’দ্ধে শারী’রিক নি’র্যাতনের অভিযোগ তোলেন। ভালোবেসে ঘর বেঁধেছিলেন ঢাকাই সিনেমার তারকা দম্পতি রাজ-পরী।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *