Home / মিডিয়া নিউজ / জামা পরতে অস্বস্তি লাগে : সালমান

জামা পরতে অস্বস্তি লাগে : সালমান

বলিউডে বিশ্বাস ছিল কোন ছবিতে সালমান খান খালি গায়ে থাকলেই সে ছবি বক্স অফিসে ভাল

ব্যবসা করবে! আর তার ভক্তরাও এই বিশ্বাস করতেন খালি গায়ে থাকতেই বেশি পছন্দ করেন সালমান

খান। কিন্তু আসলে কারণটা কি তাই? তবে এ বিষয়ে এবার সালমান খান মুখ খুললেন। তিনি জানালেন, জামাকাপড় পরায় তার নাকি ভারি অস্বস্তি ছিল। সে কারণেই বেশির ভাগ ছবিতে খালি গায়েই দেখা যেত তাকে। সম্প্রতি অহমেদাবাদে একটি ফ্যাশন শোতে হাজির ছিলেন ভাইজান। সেখানেই তিনি জানিয়েছেন, বাড়িতে বেশির ভাগ সময়েই খালি গায়ে থাকেন। তবে কেন খালি গায়ে থাকতেন তিনি? নায়কের কথায়, ‘জামা গায়ে দিলেই আমার কেমন অস্বস্তি শুরু হয়। তবে তা কেন বলতে পারব না। বিশ্বাস না হলে একদিন আমার বাড়িতে আসুন। নিজের চোখেই দেকে যাবেন আমি কি ভাবে থাকি।’ সালমানের দাবি, তার বাবা সেলিম খানও বাড়িতে খালি গায়েই থাকেন। তবে তাদের পরিবারের সকলেরই পছন্দ খাদির পোশাক। তাই শুটিংয়েও সম্ভব হলে খাদির পোশাক পরতেই পছন্দ করেন ‘ভাইজান’।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *