





দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো সিনেমার জন্য ক্যামেরার সামনে দাঁড়ালেন আফরান






নিশো। সিলেটে রোববার (৫ মার্চ) থেকে শুরু হয়েছে অভিনেতার প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’র শুটিং।






জানা গেছে, সিলেট শহর থেকে প্রায় ৫ ঘণ্টার দূরত্বে একটি লোকেশনে সিনেমাটির ক্যামেরা ওপেন হয় সকাল ৯টায়। নিশোকে দিয়েই শুরু হয় প্রথম শট।
রায়হান রাফীর পরিচালনায় ‘সুড়ঙ্গ’তে নিশোর বিপরীতে আছেন তমা মির্জা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সকাল ৯টায় নিশো ভাইকে দিয়েই ক্যামেরা ওপেন হয়েছে। এখন ওনার সলো দৃশ্যায়ন চলছে। আমি এখন মেকাপ নিচ্ছি, আমাদের একসঙ্গে দৃশ্যায়ন হবে সন্ধ্যায়।’
অভিনেত্রী আরও বলেন, ‘আমাদের ছবির টিম কিছুদিন আগেই সিলেট চলে এসেছে। আমরা গতকাল শনিবার রাত ১০টা নাগাদ সিলেটে পৌঁছাই। এরপর বিশ্রাম নিয়ে সকাল থেকে কাজ শুরু করি।’
জানা গেছে, সিলেটে টানা ৩৫ দিন দৃশ্যধারণ করা হবে ছবিটির। এরপর ঢাকার বিভিন্ন স্থানে হবে শুটিং। তারপর টিম নিয়ে রাফী উড়াল দেবেন মালয়েশিয়ায়। সিনেমাটির গানের শুটিং হবে সেখানে।
‘সুড়ঙ্গে’র কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করবেন নিশো। এখানে তাকে দেখা যাবে একজন খনি শ্রমিকের চরিত্রে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করবে চরকি ও আলফা আই স্টুডিওজ লি:। ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।