Home / বাংলা নিউজ / সাফের টুর্নামেন্টে খেলবে রাশিয়া

সাফের টুর্নামেন্টে খেলবে রাশিয়া

আগামী মাসে বাংলাদেশে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপের আর্থিক পৃষ্ঠপোষকতা করছে উয়েফা। সেই উয়েফারই অনুরোধে সাফের দেশগুলোর সঙ্গে এই আসরে খেলবে রাশিয়া। আজ বিষয়টি নিশ্চিত করেছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।

যদিও কমলাপুরের ঝুকিপূর্ণ টার্ফে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন নিয়ে একটু অসন্তুষ্টই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সাবেক সাধারণ সম্পাদক। কমলাপুরের টার্ফে সাফ নারী অনূর্ধ্ব–২০ টুর্নামেন্ট নিয়ে অভিযোগের শেষ নেই বিদেশি দলগুলোর। কারণ, টার্ফের অবস্থা ভালো নয়। বেশ কয়েকজন খেলোয়াড় চোটে পড়েছেন। এ নিয়ে সমালোচনার মুখে পড়েছে সাফ।

তবে কমলাপুরে অনূর্ধ্ব–১৭ নারী সাফ আয়োজনের সিদ্ধান্ত সাফের নয় বলেছেন হেলাল, ‘ভেন্যু ঠিক করেছে বাফুফে। মাঠ নিয়ে আজ বাফুফের সঙ্গে আমার কথা হয়েছে। এই ভেন্যুতে যেন ভবিষ্যতে আর খেলা না হয়, আমরা বলেছি তাদের। আমরা এই মাঠ নিয়ে আগেও আপত্তি জানিয়েছিলাম। তবে সমস্যা হলো এই মাঠে এএফসি তাদের খেলা আয়োজন করছে। অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বের খেলাও শুনছি এখানে হবে। এএফসি যদি ভেন্যু অনুমোদন করে, সাফ না বলতে পারবে না।’

আগামী ২০ থেকে ৩১ মার্চ বাংলাদেশে হওয়ার কথা অনূর্ধ্ব-১৭ নারী সাফ টুর্নামেন্ট। সেই টুর্নামেন্ট কমলাপুরে না হলে বসুন্ধরা কিংসের হোম ভেন্যুতে আয়োজন করার পরিকল্পনা করবে বাফুফে।

Check Also

অসুস্থ হয়েও অন্য মানুষের সহায়তায় এগিয়ে গেলেন তাসরিফ

তাসরিফ খান নাম টা সামনে এলেই ২০২২ সালে সিলেটের বন্যার কথা মনে পড়ে যায়। সেসময় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *