Home / মিডিয়া নিউজ / পুলিশের চাকরি ছাড়ছেন অভিনেতা ডি এ তায়েব

পুলিশের চাকরি ছাড়ছেন অভিনেতা ডি এ তায়েব

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ইন্সপেক্টর ও অভিনেতা ডি এ তায়েব পুলিশের

চাকরি থেকে অবসরে যাওয়ার জন্য রিটায়ারমেন্ট পিটিশন দাখিল করেছেন। তিনি নিজেই গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন।

ডি এ তায়েব বলেন, ‘আমি যখন যে কাজ করি তা দায়িত্ব নিয়ে করি। কখনো কোনো কাজে একটুও ছাড় দিই না। দীর্ঘদিন পুলিশে চাকরি করেছি। অভিনয়ের জন্য ডিপার্টমেন্ট থেকে যথেষ্ট সাপোর্ট পেয়েছি। এখন অভিনয়ে আমার ব্যস্ততা বেড়েছে। সেখানে কাজ করতে প্রায়ই ঢাকার বাইরে যেতে হয়। কিন্তু পুলিশে চাকরির কারণে সব জায়গায় যেতে পারি না। কারণ, আমি দায়িত্ব নিয়ে কাজ করি। যদি আমার চাকরির ক্ষেত্রে কোনো দায়িত্বে ঘাটতি পড়ে। এ জন্য স্বেচ্ছায় চাকরি থেকে অবসরে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমি অবসরে গেলেও আমার ডিপার্টমেন্টের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। আমি অভিনয়কে যেমন ভালোবাসি, ঠিক তেমনি আমার পুলিশ ডিপার্টমেন্টকেও ভালোবাসি। দীর্ঘদিন তাদের সঙ্গে কাজ করেছি। আমাকে আমার ডিপার্টমেন্টের সিনিয়র-জুনিয়র সবাই অনেক ভালোবাসে। আমিও তাদের ভালোবাসি, শ্রদ্ধা করি।’

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ডি এ তায়েব ব্যক্তিগত কারণে জানুয়ারিতে স্বেচ্ছায় অবসরে যাওয়ার জন্য চিঠি দিয়েছেন।’

তবে পুলিশের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, দীর্ঘদিন ধরে পদোন্নতি না হওয়ায় ডি এ তায়েব স্বেচ্ছায় অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রসঙ্গত, দীর্ঘ ২৫ বছর পুলিশে চাকরি করেছেন ডি এ তায়েব। পাশাপাশি ছোট পর্দা-বড় পর্দাতেও নিয়মিত দেখা গেছে তাকে। এছাড়াও ‘ডিবি’, ‘লেডি গোয়েন্দা’ ধারাবাহিকসহ বেশ কিছু নাটক প্রযোজনা ও পরিচালনা করেছেন তিনি। সবশেষ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে সহসভাপতি প্রার্থী ছিলেন এই অভিনেতা। কিন্তু ভোট শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দেন ডি এ তায়েব।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *