





ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ সময় ধরে তিনি অনেক দর্শকপ্রিয় ও ব্যবসাসফল






ছবিতে অভিনয় করেছেন। বর্তমানে তিনি সিনেমার কাজে অনিয়মিত। সাংসারিক কাজ সামলে নিজের ফিটনেস ফিরিয়ে এনে আবারও সিনেমায় ফিরবেন বলে জানিয়েছেন তিনি।






এদিকে সিনেমায় কাজ না করলেও প্রায়শই তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। কাজ করছেন বিজ্ঞাপনেও। সেই ধারাবাহিকতায় এবার নতুন আরেকটি বিজ্ঞাপনের মডেল হচ্ছেন অপু বিশ্বাস।
তিনি জানান, বিজ্ঞাপনটি একটি নারকেল তেলের। এটা রিচ কেমিক্যালের পণ্য। শিগগিরই বিজ্ঞাপনটির শুটিং শুরু হবে।
অপু বিশ্বাস জানান, বিজ্ঞাপনটি নির্মাণ করবেন আকাশ আমিন। নির্মাণ ও সম্পাদনা শেষে মাস খানেকের মধ্যেই এটি বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে।
ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাসের হাতে বর্তমানে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমার কাজ রয়েছে। এতে অপু বিশ্বাস অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর সঙ্গে। ছবিটি পরিচালনা করছেন দেবাশীষ বিশ্বাস।
এছাড়া কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ নামের একটি ছবিতেও কাজ করছেন অপু বিশ্বাস। এতে তার নায়ক ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি।