





বিজনেস আওয়ার প্রতিবেদক : ঢালিউড তারকা শাকিব খান তাঁর ফেসবুক আইডিতে বেশ কিছু ছবি






পোস্ট করেছেন গত মঙ্গলবার। সেই পোস্টটি ফেসবুকে শেয়ার দিয়েছেন এই সময়ের জনপ্রিয় চলচ্চিত্র






অভিনেতা সিয়াম আহমেদ। সিয়ামের শেয়ার করা সেই পোস্টের স্ক্রিনশট আবার শেয়ার করেছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত নির্মাতা দীপংকর দীপন। ছবিটি পোস্ট করে নির্মাতা লিখেছেন, ‘সিয়ামের শাকিব খানকে তেল মেরে কী লাভ, তা–ই ভাবছি।’
পরিচালক দীপংকর দীপন লিখেছেন, ‘সিয়ামের শাকিব খানকে তেল মেরে কী লাভ, তা–ই ভাবছি? প্লিজ কেউ বলবেন না, এই জটিল প্রশ্নের উত্তর আমি মাথা খাটিয়ে বের করতে চাই।’
এ প্রসঙ্গে সিয়াম কোনো মন্তব্য করলেন না। শুধু বললেন, ‘তিনি কেন, কী বুঝে লিখেছেন, এটা তাঁরও ব্যক্তিগত ব্যাপার। এটা দীপংকর দাদাই বলতে পারবেন। তাঁর কাছেই উত্তর আছে। তাঁর কাছে জিজ্ঞাসা করুন, প্লিজ।’
এই সময় দীপংকর আরও বলেন, ‘শাকিব খানের পোস্ট বা তাঁকে নিয়ে কোনো স্ট্যাটাস আমি দিলেও অনেকেই মনে করেন তেল মারছি। এটা আসলে ঠিক নয়। এসব মন্তব্য খারাপ লাগে। আমাদের দেশের মতো ফ্যান হেটারস ক্লাব আর নেই পৃথিবীতে। তারা একজনকে ভালোবাসলে অন্ধের মতো ভালোবাসে। সমালোচনা করলেও অন্ধের মতো। এটাও ঠিক নয়। কারও গঠনমূলক সমালোচনা হওয়া উচিত। এসব ফ্যানের দুই ধরনের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ, এসব তাদের মন্তব্য পরিবারের লোকেরা দেখেন। তাঁরা হয়তো কষ্টও পান।’