Home / মিডিয়া নিউজ / নাঈম-শাবনাজের দাম্পত্য জীবনের ২৮ বছর

নাঈম-শাবনাজের দাম্পত্য জীবনের ২৮ বছর

বিনোদন ডেস্ক: চলচ্চিত্র নির্মাতা এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ ছবির মাধ্যমে নাঈম-শাবনাজ জুটির অভিষেক হয়। এরপর থেকে রুপালী পর্দায় তারা জুটি বেঁধে দারুণ সাড়া ফেলেন।

নাঈম ও শাবনাজ একত্রে প্রায় ২১টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন, তাদের একসঙ্গে অভিনীত শেষ ছবিটি হচ্ছে ‘ঘরে ঘরে যুদ্ধ’।

নাঈম, ১৯৯৪ সালে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান নাঈম প্রডাকশন থেকে ‘আগুন জ্বলে’ প্রযোজনা করেন। নাঈম সর্বশেষ ‘মেয়েরাও মাস্তান’ ছবিতে অভিনয় করেন।

রুপালি পর্দার এ জুটি বাস্তবেও জুটি বাঁধেন। তাদের প্রেম পূর্ণতা পায় বিয়ের মাধ্যমে। ১৯৯৪ সালের আজকের এই দিনে (৫ অক্টোবর) নাঈম-শাবনাজ বিবাহবন্ধনে আবদ্ধ হন। এ তারকা দম্পতির ২৮তম বিবাহবার্ষিকী আজ।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘নাঈম-শাবনাজ’ নামের একটি পেজ রয়েছে এই তারকা দম্পতির। বুধবার (৫ অক্টোবর) দুপুরে সেখান তাদের বিয়ের একটি ছবি পোস্ট করেন। সঙ্গে দোয়া চেয়ে এই দম্পতি আরো লেখেন রয়েছে, ‘আমরা দুজনে দুজনার হাত ধরে আরো অনেকটা পথ চলতে পারি এই দোয়া চাই। আল্লাহ আমাদের সকলকে নেক হেদায়েত দান করুন। আমিন’

আপাতত সিনেমায় ফেরার কোনো পরিকল্পনা নেই তাদের। বর্তমান জীবন নিয়ে ব্যস্ত রয়েছন তারা। সংসার জীবনে তাদের দুই সন্তান নামিরা ও মাহাদিয়া। তাদেরকে নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই জুটির।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *