





বিজনেস আওয়ার প্রতিবেদক: ইয়ামিন হক ববি দেশের জনপ্রিয় একজন অভিনেত্রী। ববির সঙ্গে






প্রযোজক সাকিব সনেটের প্রেমের গুঞ্জন ছিল অনেক দিনের। শোনা গিয়েছিল তাঁরা বিয়েও করেছেন। কিন্তু নায়িকা বা প্রযোজকের কেউই এ কথা কোনও দিন প্রকাশ্যে স্বীকার করেননি।






অবশেষে এত দিনের জল্পনায় সমাপ্তি ঘটেছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) ছিল ববির জন্মদিন। আর এই বিশেষ দিনেই নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন সাকিব-ববি।
জন্মদিনের শুভেচ্ছা জানাতে নিজেদের ছবি একসঙ্গে ভাগ করে নেন সাকিব। যে পোস্ট ছিল তাঁদের বিশেষ সম্পর্কের ইঙ্গিত।
ববি বলেন, “ও এমন পোস্ট করবে, ভাবিনি। তবে এতটুকু বলতে পারি, আমাদের এখনও বিয়ে হয়নি। কিন্তু আমরা প্রেমের সম্পর্কে আছি। বিয়েটা অনেক বড় ব্যাপার। এক নতুন সম্পর্কের যাত্রা শুরু হয়েছে।”
২০১০ সালে ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন ববি। অল্প সময়ের মধ্যেই চলচ্চিত্রে নিজের জায়গা তৈরি করে নেন তিনি। সম্প্রতি ‘পাপ পুণ্য’ ও ‘এবার তোরা মানুষ হ’ নামে দুটি সিনেমার শুটিং শেষ করেছেন ববি। তা ছাড়া ‘ময়ূরাক্ষী’ নামে আরেকটি সিনেমার কাজও প্রায় শেষ।