





বিজনেস আওয়ার প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের শীর্ষ নায়ক শাকিব খান।






নব্বইয়ের দশকে চলচ্চিত্রে পা রাখলেও এখনও চলচ্চিত্র দাপিয়ে বেড়াচ্ছেন এই নায়ক।






অন্যদিকে ২০১৮ সালে নায়িকা হিসেবে চলচ্চিত্রে পা রাখেন পূজা চেরি। মাত্র এইচএসসি শেষ করেছেন তিনি। সম্প্রতি তারা ‘গলুই’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন। শাকিব খান যার বিপরীতে জুটি বেঁধে অভিনয় করেছেন, তাদের অনেকেই চলচ্চিত্র থেকে বিদায় নিয়েছেন।
শাকিব খান ও পূজা চেরির বয়সের ব্যবধানও কম নয়। তাদের কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে জানতে চাইলে পূজা চেরি বলেন, ‘বয়স একটি সংখ্যা মাত্র। আমরা সবসময় বলি- প্রথমে দর্শনধারী, তারপর গুণবিচারী। যদি কিছু দেখতে ভালো লাগে তাহলে সবাই তা গ্রহণ করে। চোখে যদি ভালো লাগে তাহলে আর কিছুর প্রয়োজন হয় না। শাকিব ভাইয়ের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা খুবই ভালো।’
‘গলুই’ সেন্সর থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে। এই সিনেমার মাধ্যেমে প্রথমবারের মতো অনুদানের সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান। খোরশেদ আলম খসরু প্রযোজিত সিনেমাটি আসছে ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে।
শাকিব খান-পূজা চেরী ছাড়াও এতে অভিনয় করেছেন সুচরিতা, আলীরাজ, আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবু প্রমুখ। গান গেয়েছেন কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদ।