Home / মিডিয়া নিউজ / ১৫ বছর বয়সে গাঁজা খেয়েছিল সালমানের সাবেক প্রেমিকা

১৫ বছর বয়সে গাঁজা খেয়েছিল সালমানের সাবেক প্রেমিকা

বিনোদন ডেস্ক- বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান মাদককাণ্ডে গ্রেফতার হওয়ার

পর থেকে তার সমর্থনে এগিয়ে এসেছেন অনেক তারকা। এবার সেই তালিকায় নাম লেখালেন সালমান খানের সাবেক প্রেমিকা অভনেত্রী সোমি আলি। তিনি বলেন আমার যখন ১৫ বছর বয়স আমিও গাঁজা খেয়েছিলাম।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) এক ইনস্টাগ্রাম পোস্টে সোমি আলি মাদক দ্রব্যর ওপর থেকে নিষেদ্ধাজ্ঞা তুলে নেওয়া উচিত, সেগুলো আইনসম্মত বলে ঘোষণা করা উচিত। এমনকি নিজের মাদক সেবনের কথাও ফলাও করে বলেন সোমি।

দিব্যা ভারতীর সঙ্গে নিজে মাদক সেবন প্রসঙ্গে সোমি আলি বলেন, ‘এমন কোন বাচ্চা রয়েছে যে জীবনে কখনও মাদক নেয়নি? হে ভগবান! আমাকে এটা বলো। বাচ্চাটাকে (আরিয়ান খান) এবার বাড়ি যেতে দিন। দেহ ব্যবসার মতো মাদকও কোনওদিনই সমাজ থেকে সরিয়ে দেওয়া যাবে না, এই দুটোকেই আইনসিদ্ধ করার প্রয়োজন রয়েছে। কেউ তো আর আজীবন সাধু পুরুষ থাকে না, সব বাচ্চাই ভুল করে। আমার যখন ১৫ বছর বয়স আমি গাঁজা খেয়েছিলাম, এরপর আবারও দিব্যা ভারতীর সঙ্গে ‘আন্দোলন’ ছবির শুটিংয়ের সময় আমি গাঁজা সেবন করি। আমার কোনও আফসোস নেই’।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *