





বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার এই সময়ের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের গতকাল (১১ অক্টোবর)






ছিল জন্মদিন। এদিন রাতে নায়িকার বাসায় গিয়ে হাজির হন ‘সেরাকণ্ঠ’ খ্যাত সংগীতশিল্পী ইউসুফ আহমেদ খান। আজ (১২ অক্টোবর) এই গায়কের জন্মদিন। অপু বিশ্বাসের পরদিন জন্মদিন হওয়ায় এদিন ইউসুফকে অপুর বাসায় নিয়ে যান মূলত সাংবাদিক অভি মঈনুদ্দীন।
অপুর বাসায় গিয়ে জন্মদিনের বিশেষ কেক কাটেন ইউসুফ। পুরো বিষয়টি দারুণ উপভোগও করেছেন এই গায়ক।
অপুর ভালোবাসায় মুগ্ধ ইউসুফ ফেসবুকে লেখেন, ‘১১ অক্টোবর অপু বিশ্বাস দিদির জন্মদিন। আর ১২ অক্টোবর আমার জন্মদিন। কিন্তু একটা কেকে আমার মত একটা ছোট্ট মানুষের সাথে নাম শেয়ার করে জন্মদিন ভাগ করে নেবার মানসিকতা ক’জন তারকার আছে বলতে পারেন?’
অপু বিশ্বাসকে উদ্দেশ্য করে এই গায়ক আরও লেখেন, ‘কতটা সহজে মানুষকে আপন করে নেয়া যায় সত্যি আপনাদের কাছে শেখা উচিত।’