





বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা বলিউডে পা রাখতে






যাচ্ছেন। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘মিশন মজনু’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। বলিউডে রাশমিকার প্রথম সিনেমা এটি। এবার গুঞ্জন চাউর হয়েছে, ভারতীয় বাংলা সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন রাশমিকা। আর এই গুঞ্জনের সূত্রপাত হয়েছে ইনস্টাগ্রামে তার একটি পোস্টকে কেন্দ্র করে।
রাশমিকা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়—রাশমিকার পরনে শাড়ি, গলায় হার, মাথায় টিকলি, চোখে-মুখে খেলে যাচ্ছে হাসির ঢেউ। পুরোপুরি বাঙালি বধূ রাশমিকা। এ ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এখন আমি সত্যি একটি বাঙালি চরিত্রে অভিনয় করতে চাই।’ ধারণা করা হচ্ছে, ছবিটি তার কোনো ভক্ত হাতে এঁকেছেন।
এরপর থেকে রাশমিকার বাংলা সিনেমায় অভিনয় নিয়ে নেটদুনিয়ায় চলছে নানা আলোচনা। যদিও এ নিয়ে এখনো কোনো বক্তব্য দেননি এই অভিনেত্রী