Home / মিডিয়া নিউজ / তুমি আমার কাছে সৃষ্টিকর্তা প্রদত্ত অমূল্য উপহার

তুমি আমার কাছে সৃষ্টিকর্তা প্রদত্ত অমূল্য উপহার

বিনোদন ডেস্ক : ঢাকায় সিনেমার নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসের একমাত্র পুত্র আব্রাহাম

খান জয়। ছেলের ৬ষ্ট জন্মদিনে বাবা শাকিব তার ভেরিফাইড ফেসবুক পেজে আবেগঘন ট্যাটাস দিয়েছেন। যেখানে দেখা যাচ্ছে প্রায় ১ লাখ লাইক আর ১০ হাজারের মত কমেন্ট পড়েছে নেটিজনদের।

জয়কে নিয়ে শাকিব খান লেখেন, পৃথিবীর প্রায় সবকিছুর শেষ আছে কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসার কোনো শেষ নেই। কারণ তুমি আমার কাছে সৃষ্টিকর্তা প্রদত্ত অমূল্য উপহার। শুধু জন্মদিনে নয়, তোমার জন্য আমার কাছে প্রতিটি দিন গুরুত্বপূর্ণ। তোমার সুন্দর ভবিষ্যতের জন্য যা কিছু কল্যাণকর সবসময় পুরোটা দেওয়ার চেষ্টা করেছি।

তিনি আরো লিখেন, তোমার সঙ্গে আমি সবসময় ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। বেঁচে থাকার পূর্ণ স্বার্থকতা অর্জন করো। ছাড়িয়ে যাও আমার সকল স্বপ্নের সীমানা। জীবনে সাফল্যের সবক্ষেত্রে আমার চেয়ে এগিয়ে থাকো। বিশ্বাস করি, যেদিন আমি থাকবো না সেদিন তোমার মধ্যে বেঁচে থাকবো আরও বহুকাল। তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। শুভ জন্মদিন আব্রাম খান জয়।

২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে অপু বিশ্বাসকে বিয়ে করেন শাকিব খান। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় আব্রাহাম খান জয়ের জন্ম হয়। অপু-শাকিবের ডিভোর্সের পর মায়ের কাছেই থাকছে জয়।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *