





বিনোদন ডেস্ক : ধর্ণাঢ্য ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন টলিউডের






জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। কিছু দিন আগে নিজের বাড়িতে এই প্রেমিকের জন্মদিন পালন করেন শ্রাবন্তী।






কিন্তু মাঝে গুঞ্জন ওঠে শ্রাবন্তীর এই প্রেমটিও ভেঙে গেছে! তবে নতুন খবর হলো শ্রাবন্তী-অভিরূপ সম্পর্কে কোনো ফাটল ধরেনি। অভিরূপের সঙ্গে অবসর যাপনের জন্য মালদ্বীপে উড়াল দিয়েছেন শ্রাবন্তী।
একটি সূত্র বলেন, অবসর যাপনের জন্য মালদ্বীপ গিয়েছেন অভিরূপ-শ্রাবন্তী। তাদের সঙ্গে রয়েছেন শ্রাবন্তীর পুত্র অভিমন্যু ও তার প্রেমিকা দামিনি ঘোষও।
অন্যদিকে অভিমন্যু-দামিনির ইনস্টাগ্রাম স্টোরি ভরে আছে মালদ্বীপের বিভিন্ন লোকেশনের ছবি। এ যুগলের তোলা ছবি ও ভিডিও বিমানের জানালা থেকে ফ্রেমবন্দি করেছেন। পাশাপাশি যে রিসোর্টে উঠেছেন তারও ছবি পোস্ট করেছেন তারা।
প্রসঙ্গত, ২০০৩ সালে শ্রাবন্তী চ্যাটার্জি প্রথম বিয়ে করেছিলেন নির্মাতা রাজীব বিশ্বাসকে। এরপর ২০১৬ সালে বিবাহবিচ্ছেদ করেন তারা। একই বছর শ্রাবন্তী বিয়ে করেন মডেল কৃষাণ বিরাজকে। সে সংসার মাত্র এক বছর টিকেছিল।
সর্বশেষ ২০১৯ সালে রোশান সিংকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। তার সঙ্গে বিচ্ছেদ না হলেও দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন এই অভিনেত্রী। এরইমধ্যে অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।