





বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার এক সময়ের সুপারহিট নায়ক অমিত হাসান এবার নাটক নির্মাণে ব্যস্ত






হচ্ছেন। ‘পরাণ পাখি রে’ নামে একটি নাটক পরিচালনা করবেন তিনি। অমিত হাসান নিজেই জানালেন তিনি পরিচালক হিসেবে যাত্রা শুরু করছেন।






তিনি বলেন, সিনেমাই আমার মূল টার্গেট। তবে পরীক্ষামূলকভাবে নাটক নির্দেশনা শুরু করতে যাচ্ছি। আমি নিজে এই নাটকের নায়কের ভূমিকায় অভিনয় করবো। আগামী মাসে প্রথম সপ্তাহে শুটিং শুরু হবে।
তিনি আরো বলেন ‘পরাণ পাখি রে’ নাটকটির জন্য একটা গানও লিখেছি আমি। এর রেকর্ডিং শেষ। আশা করছি দর্শক ও শ্রোতা গানটি উপভোগ করবেন।
এদিকে অমিত হাসানের হাতে আছে ‘যন্ত্রণা’, ‘সীমানা’, ‘ইয়েস ম্যাডাম’, ‘মাসুদ রানা’ সিনেমাগুলো। শিগগিরই তিনি ছবিগুলোর শুটিং শুরু করবেন। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে তার ‘বিক্ষোভ’ ও ‘বিদ্রোহী’ নামের সিনেমা দুটি।