Home / মিডিয়া নিউজ / ন্যানসি এখন আর সিঙ্গেল নন!

ন্যানসি এখন আর সিঙ্গেল নন!

বিনোদন ডেস্ক : মাস খানেক আগে গায়িকা ন্যানসি জানিয়েছিলেন আবারও বিয়ের পিড়িতে বসতে

যাচ্ছেন। আগামী সেপ্টেম্বর মাসেই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। তবে কাকে বিয়ে করছেন এ বিষয়ে তখন মুখ খোলেননি তিনি।

সেপ্টেম্বর আসার আগেই ন্যানসি ফেসবুকে জানিয়ে দিলেন তিনি এখন আর সিঙ্গেল নন। ২৩ আগস্ট রাতে ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে ‘গট এনগেজড’ দিয়েছেন জনপ্রিয় এই গায়িকা।

রিলেশনশিপ স্ট্যাটাসে প্রকাশ করেছেন ভালোবাসার মানুষের নামও। তার নাম মহসিন মেহেদী। সেই আইডিতে গিয়ে প্রোফাইলে দেখা যায় দুজনের আংটি বদলের ছবি। দুজন কাছাকাছি সময়েই পোস্টগুলো করেছেন।

এরপর থেকে দুজনের ওয়ালে একের পর এক আসছে ‘শুভ কামনা’ জানিয়ে মন্তব্য। তবে ন্যানসি গণমাধ্যমকে জানিয়েছেন রিলেশনশিপ স্ট্যাটাস দিলেও এখনো বিয়ে করেননি। বিয়ে করবেন সেপ্টেম্বর মাসেই। আর তখনই সবাইকে সুখবরটি জানাবেন।

উল্লেখ্য, কয়েক মাস আগে নানান ঘাত প্রতিঘাতে সংসার ভেঙে যায় ন্যানসির। ন্যানসির আগের সংসারে নাজিমুজ্জামান জায়েদের সাথে জন্ম নেয় একমাত্র কন্যা সন্তান নায়লা

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *