Home / মিডিয়া নিউজ / কারিনাকে ডেট করার আগে সাইফকে যে উপদেশ দিয়েছিলেন রানি

কারিনাকে ডেট করার আগে সাইফকে যে উপদেশ দিয়েছিলেন রানি

কারিনা কাপুর এবং সাইফ আলি খানের প্রেম জীবনে রানি মুখার্জি যে এক বিরাট ভূমিকা পালন

করেছিলেন সেটা হয়তো অনেকেরই অজানা। সুখী বিবাহিত জীবনের টিপস নাকি রানির কাছ

থেকেই পেয়েছিলেন সাইফ, অন্তত এমনটাই দাবি অভিনেতার। সম্প্রতি কারিনার টক-শোয়ে এসে এমন নানা অজানা তথ্য ফাঁস করলেন তিনি।

সাইফকে কী বলেছিলেন রানি? সাইফের কথায়, রানি আমায় বলেছিল, এমন আচরণ করবে যেন তুমি কোনো পুরুষের সঙ্গে সম্পর্কে রয়েছ। সম্পর্কের মধ্যে ‘জেন্ডার’ নিয়ে আসবে না। দুজনেই সমান। সম্পর্কে দুজনের অবদানই রয়েছে। যদি দু’জনেই কাজ কর, দেখবে আর কোনো সমস্যা হবে না।

সে কথাই নাকি অক্ষরে অক্ষরে মেনেছেন সাইফ। কারিনা নারী বলে কখনো তাকে দুর্বল মনে করেননি তিনি। সংসারে দু জনের অবদানই সমান। যে কোনো ব্যাপারে সিদ্ধান্তও দু’জনে একসঙ্গে নিয়ে থাকেন। আর সেটাই তাদের সুখী দাম্পত্যের মুলে ছিলো।

স্ত্রী-র তারিফ করে সাইফ বলেছেন, তুমি খুব গোছানো। যেভাবে তুমি ঘড়ি ধরে কাজ কর, তা সত্যিই প্রশংসনীয়।

২০১২ সালে সাইফকে বিয়ে করেন কারিনা। ২০১৬ সালে জন্ম হয় সাইফ-কারিনার ছেলে তৈমুর আলি খান।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *