





কিছুদিন আগেই বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত দাবাং-৩ ছবির ‘মুন্না বদনাম’






গানটি মুক্তি পেয়েছে। এই প্রথম আইটেম গানে দেখা গেল ভাইজানকে।






গানটি ইউটিউবে প্রকাশ হওয়ার পর বেশ সাড়া ফেলেছে। ছবিটির প্রচারেও এই গানকেই বেছে নিয়েছেন অভিনেতা।
ছবিটির প্রচারের জন্য কোনও সুযোগই হাতছাড়া করতে চাইছেন না সালমান খান। এমনকি মাঝ রাস্তায় বেল্ট খুলে নাচতে শুরু করলেন সালমান! মূহুর্তের মধ্যে সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ‘মুন্না বদনাম’ গানে কোমর দুলিয়ে নাচলেন ‘দাবাং’ খান।
সম্প্রতি ছবির প্রচারে দেখা গিয়েছে সালমান এবং তার টিমকে। অভিনেতার সঙ্গে প্রচারে ছিলেন সোনাক্ষী সিনহা এবং সাই মাঞ্জরেকর। সালমানের ছবি তোলার সময় পাপারাজ্জিরা আবেদন করেন ‘মুন্না বদনাম হুয়া’ গানে নাচার জন্যে। এরপর বেল্ট খুলে সকলের সঙ্গে নাচলেন সালমান। তার সঙ্গে পাপারাজ্জিরাও বেল্ট খুলে নিয়ে, ক্যামেরা ঝুলিয়ে নাচ শুরু করেন।