Home / মিডিয়া নিউজ / পপির আইডি থেকে অশ্লীল ম্যাসেজ, বিপাকে নায়িকা

পপির আইডি থেকে অশ্লীল ম্যাসেজ, বিপাকে নায়িকা

চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। ক্যারিয়া বেশ ভাল সময় পার করলেও বর্তমানে ‘বিপাকে’

পড়েছেন এই অভিনেত্রী। কারণ গত ৭ সেপ্টেম্বর নায়িকার ব্যবহৃত ফেসবুক আইডি হ্যাক হয়েছে।

আর এরপরেই তার আইডি থেকে বিভিন্ন অশ্লীল ম্যাসেজও পাঠানো হচ্ছে। যে কারণে রীতিমতো বিপাকে পপি।

এদিকে, হ্যাক হওয়ার দু’দিন পরে ‘টিম লেইন্স’ নামের একটি হ্যাকার গ্রুপ পপির অ্যাকাউন্ট হ্যাক করেছে বলে দায় স্বীকার করেছে। আর এই হ্যাকার গ্রুপের সদস্যরাই নায়িকার আইডি থেকে এরকম অশ্লীল ম্যাসেজ পাঠাচ্ছে। তবে এ নিয়ে পরিচিত জন ও ভক্তদের কাছে খুবই বিব্রত হচ্ছেন এ নায়িকা। আইডির লিস্টে তালিকাভুক্ত অনেকেই জানিয়েছেন, তাদের মেসেঞ্জারের ইনবক্সেও অপ্রাসঙ্গিক ও বাজে মেসেজ দেয়া হচ্ছে।

এরই মধ্যে বিষয়টি সাইবার ক্রাইম ইউনিটকে জানিয়েছেন পপি। তিনি বলেন, আমার আইডিতে সম্পূর্ণ নিরাপত্তা দেয়ার পরও সেটি হ্যাক হয়। হ্যাকার এরই মধ্যে কয়েকটি স্ট্যাটাস দিয়েছে। যেগুলোর সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। আশা করি আমার বন্ধু, ভক্ত ও ফলোয়াররা এ নিয়ে বিভ্রান্ত হবেন না। তবে বিষয়টি নিয়ে আমি খুবই বিব্রত। শঙ্কায়ও আছি। আমি শুনেছি, হ্যাকার অনেকের কাছে বাজে বার্তা পাঠাচ্ছে। কেউ কেউ হয়তো আমাকে ভুল বুঝছেন।

তিনি আরো বলেন, আমার দ্বিতীয় কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। তাই আমার নামে যারা ফেক অ্যাকাউন্ট খুলেছেন তাদের সঙ্গে যাতে কেউ যুক্ত না হন সেজন্য অনুরোধ করছি।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *