





মেকাপ ছাড়া ছবি পোস্ট করে আলোচনায় এসেছেন অভিনেত্রী ‘লিজা রে’। সম্প্রতি তিনি তার






ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল।






সেলফি তুলে তা কোনো রকম ফিল্টার ছাড়া পোস্ট করে অভিনেত্রী লেখেন, এটাই আমার ৪৭ বছর বয়সের রূপ, কোনও রকম রাখঢাক না করে নিজেদের এইভাবে দেখা দেওয়ার মতো সাহস কি আমাদের সবার আছে? আমার যখন অল্প বয়স ছিল তখন অন্তত আমার ছিল না।
নিজেদের বোধ এবং কীভাবে নিজেকে নিজের কাছে মূল্যবান ও সদা আকর্ষণীয় করে রাখা যায় সে বিষয়ে বিশদে লেখেন লিজা রে। প্রত্যেকে আপনার মূল্যকে হয়তো স্বীকৃতি দেবে না, তবে আপনার ত্বক এবং এর মাধ্যমে বলা গল্পগুলি, আপনার অভিজ্ঞতাগুলি, আপনার সারমর্মকে জানবে- আপনার ভিতরে যে মূল্যবান মহিলাটি রয়েছে তাকে জানবে! গোটা বিশ্ব আপনার দীপ্তি প্রতিফলিত করবে। (এবং যদি এটি না হয় তবে… এটি। আপনি সবসময়ই ভালবাসার যোগ্য এবং নিখুঁত তাই ভাবতে হবে)।
লিজা রে অল্প বয়সেই ক্যান্সারে আক্রান্ত হন। অনেক লড়াই করে এখন নিজেকে কর্কট-মুক্ত করেছেন বলিউডের আলোচিত এ অভিনেত্রী।