





ইন্ড্রাষ্টিকে নতুন কিছু দিতে চাই: ফয়েজ






ফয়েজ উদ্দিন হৃদয়। বয়স ১৮ ছুঁই ছুঁই। এরই মধ্যে নাম লিখিয়েছেনে নির্মাতা হিসেবে।






নির্মাণ করেছেন একের অধিক স্বল্পদৈর্ঘ্য ও ইমন খানের মত তারকা শিল্পীর গাওয়া গানের মিউজিক ভিডিও।
খুব স্বপ্ন নিয়ে ময়মনসিংহ থেকে শহরে পা দেয়া হৃদয়ের মূল লক্ষ্য নির্মাতা হওয়া। লাইট-ক্যামেরা-অ্যকশন নিয়ে জ্বলছে হৃদয়ের বাতিঘর। ইতিমধ্যে রিলিজ হয়েছে ‘বিশ্বাস’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য। ঈদের পরেই কাজ শুরু করবেন গণমাধ্যমকর্মী চিত্রনাট্যকার সাকিব আল রোমানের ‘কষ্টের শেষ হয়না’ শিরোনামের একটি নাটকে। এছাড়াও তিনি নিজের প্রতিষ্ঠান করার নিখুঁত পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছেন আরও একধাপ।
এ বিষয়ে ফয়েজ উদ্দিন হৃদয় বলেন, আমি স্বপ্ন দেখছি, এবার বাস্তবতায় রূপ দেয়ার অপেক্ষায় আছি। ইন্ড্রাষ্টিকে নতুন কিছু দিতে চাই। নতুন মুখ নিয়ে কাজ করে প্রমাণ করতে চাই তরুণরাও পারে।
তিনি আরও বলেন, আমি যেহেতু নতুন। তাই ভালো গল্পের প্রতি সু-নজর রেখে ভিন্নতা রাখার চেষ্টা করি। ইনশাআল্লাহ্ আগামী কোরবানীর ঈদের থেকেই আমার নিয়মিত কাজ থাকবে দর্শকদের জন্য।