Home / মিডিয়া নিউজ / অবশেষে পর্ণ ভিডিও নিয়ে মুখ খুললেন মাহি

অবশেষে পর্ণ ভিডিও নিয়ে মুখ খুললেন মাহি

দুই বাংলার তুমুল জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। ২০১৬ সালের ২৫ মে এই নায়িকা বিয়ে করেছেন।

বিয়েরে পর দীর্ঘদিন বিরতি নিয়ে আবারো কাজ ফিরেছেন এই নায়িকা। ফিরতে না ফিরতেই আবারো বিপাকে পড়েছেন তিনি।

কিছু দিন আগে এই নায়িকার ভ্যারিফাইড অফিসিয়াল ফেসবুক পেজটি হ্যাক হয়েছে। এরপর সেই পেজ থেকে থেকে গত শনিবার একটি বিব্রতকর অশ্লীল ভিডিও আপ করা হয়। আপলোড হওয়ার সাথে সাথেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ভ্যারিফাইড পেজটির ফলয়ার সংখ্যা এক মিলিয়ন। ভিডিওটি নিয়ে এখন নিন্দার ঝড় বইছে।

ঘটনার দিন মাহিয়া মাহি এই ভিডিও নিয়ে মুখ খোলেননি। এছাড়াও ঐ দিন তার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়। কিন্তু শেষ পর্যন্ত আর চুপ থাকতে পারলেন না তিনি। মাহি বলেন, ‘ গত ২৩ মে ভোর রাত থেকে আইডি ও পেজটি আমার নিয়ন্ত্রণে ছিলো না। এমন আমার ব্যক্তিগত ফেসবুক আইডিও ডিজেবল হয়ে যায়। শুধু সচল থাকে আমার পেজ। তবে পেজটি সচল থাকলেও তার নিয়ন্ত্রণ নেয় হ্যাকাররা। আর তারাই ঐ আপত্তিকর ভিডিওটি আপলোড করছে। পরবর্তীতে ভিডিওর বিষয়টি আমার কানে গেলে ৯৯৯-এ অভিযোগ জানাই। অভিযোগের প্রেক্ষিতে ভিডিও টি সরিয়ে ফেলে তারা।’

এর পর মাহি আরো বলেন, ‘আমি সবার কাছে একটা প্রশ্ন করছি- আমি ফেসবুকে ঘনঘন পোস্ট করি। আমি ফেসবুকে অ্যাকটিভ থাকি বেশি। এটাই কী আমার অপরাধ? সামিরা আকতার নিপা নামের আমার প্রথম আইডিটি গত বছর হ্যাক হয়। পরে আমি আবারো আবার আইডি খুলি। কারণ, সোশাল মিডিয়াই তো এখন আমাদের যোগাযোগের সহজ মাধ্যম। এবার সেই আইডিও হ্যাক হয়। আমার সঙ্গেই কেন বার বার এমনটা হচ্ছে?’

প্রসঙ্গত, ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ ছবির মাধ্যমে ঢাকাই ছবিতে অভিষেক হয় মাহির। সেই ছবিতে তার সহ শিল্পী ছিল বাপ্পি চৌধুরী। এরপর বেশ কয়েকটি হিট চলচ্চিত্র উপহার দিয়ে বিয়ে করে বেশ আড়ালে চলে যায়। তবে সম্প্রতি ফের কাজে ফিরেছেন এই নায়িকা।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *