





পাল বংশের ছেলে অশোক খুব সুন্দর মূর্তি তৈরি করে। তার বানানো মূর্তি অত্র এলাকায় হিন্দু






সম্প্রদায়ের কাছে বেশ সমাদৃত। এলাকার ধনাঢ্য পরিবারের মেয়ে অলকাকে






সে ভালোবাসে। কিন্তু অলকা কোনোভাবেই তাকে পাত্তা দেয় না।
এরইমধ্যে এলাকার সাধন অশোকের কাছে আসে তার ভালোবাসার মানুষের ছবি নিয়ে একটি মূর্তি বানিয়ে দেওয়ার জন্য।
এতেই ঘটে বিপত্তি। ভালোবাসার মানুষের মূর্তি বানিয়ে রাখা যায়? এই চিন্তা থেকে অশোক অলকার মূর্তি বানাতে শুরু করে। ছেলের এমন উদাস অবস্থা দেখে বিয়ে করিয়ে দেয় তার বাবা। ঘরে আসে সুন্দরী বউ কল্যাণী। বউয়ের প্রতি অশোকের তেমন মনোযোগ নেই বললেই চলে। একদিন রাতে অশোক অলকার একটি মূর্তি বানাতে থাকে, সেটি দেখে ফেলে কল্যাণী। এরপরই গল্পের মোড় নেয় অন্যদিকে। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘পুতুলের সংসার’।
‘পুতুলের সংসার’ নাটকের দৃশ্য
মুন্সিগঞ্জের শ্রীনগরের একটি পাল বাড়িতে নাটকটির শুটিং সম্পন্ন হয়। মো. জুয়েল ইসলামের গল্প ভাবনায় এর চিত্রনাট্য লিখেছেন সেরেনিওয়াবত শাওন। মাসুদ আল জাবেরের পরিচালনায় এতে অশোক চরিত্রে মোশাররফ করিম, কল্যাণী চরিত্রে নুসরাত জান্নাত রুহী, অলকার চরিত্রে মিম মানতাসা ও সাধনের চরিত্রে ওয়াহিদ ইকবাল মার্শাল অভিনয় করেছেন।
পূজার বিশেষ অনুষ্ঠানমালায় বাংলাভিশনে প্রচার হবে ‘পুতুলের সংসার’।