





‘ও প্রিয়া তুমি কোথায়’ গানটি গেয়ে বাংলা গানের যুবরাজ খেতাবটি অর্জন করেছেন আসিফ আকবর।






এরপর এক এক করে গান গেয়ে চমক দেখিয়েছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী। এবার আরও একটি চমক দিলেন তিনি। বলিউডের একটি ছবির গানে কণ্ঠ দিতে যাচ্ছেন আসিফ।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) ‘অভিনয়’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও কলকাতা ভিত্তিক গ্রীবস মিউজিকের ব্যানারে প্রকাশ করা হয়। এতে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। এর কথা, সুর ও সংগীত করেছেন কলকাতার শ্রী প্রিতম।
সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গ্রীবস মিউজিকের ফরিদ জানান, খুব শিগগিরই বলিউডের ‘হাঞ্চ’ নামের একটি সিনেমায় গান করবেন আসিফ। ছবিটি জুলাই মাসে মুক্তি পাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আসিফ আকবর, দেবাশীষ বিশ্বাস, ইথুন বাবু, তরুণ মুন্সী, প্লাবন কোরেশীসহ আরও অনেকে। গ্রীবস মিউজিকের পক্ষ থেকে ছিলেন ফরিদ, শ্রী প্রীতম ও জাকির।
বাংলাদেশের শিল্পীদের মধ্যে বলিউডে এর আগে গান গেয়ে মাতিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী রুনা লায়লা, জেমস।