





বাবা-মাকে নিয়ে লেখা একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা আগুন।






তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই গানটিতে আগুন শুধু একাই কাজ করেননি, নতুন করে তার সংগীতে যুক্ত হয়েছে পরিবারেরই একজন। সে আর কেউ না তার ছেলে মিছিল।
গীতিকার জুলফিকার জাহেদি কথা ও খায়াম আহমেদের সুর ও সংগীতে ‘না ফেরার দেশে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন আগুন আর গানটির মিউজিক ভিডিওতে বাবার সঙ্গে দেখা গেছে তার ছেলে মিছিলকে।
রোববার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জি সিরিজের তিন যুগ পূর্তি উপলক্ষে তাদের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়।