Home / মিডিয়া নিউজ / ন্যান্সির গানের মডেল ক্রিকেটার হাবিবুল

ন্যান্সির গানের মডেল ক্রিকেটার হাবিবুল

বাংলাদেশ ক্রিকেট দলের সফলতম অধিনায়কদের অন্যতম হাবিবুল বাশার সুমন। বছর দুয়েক আগে

তিনি একটি নাটকে অভিনয় করেছিলেন। এবার একটি দেশাত্মবোধক গানে মডেল হয়েছেন।

দ্বিজেন্দ্রলাল রায়ের `ধনধান্য পুষ্পভরা, আমাদের এই বসুন্ধরা` গানটির ভিডিওতে তাকে দেখা যাচ্ছে। জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি এবং ইমরান গানটিতে কণ্ঠ দিয়েছেন। সুমনের সঙ্গে এতে আরও মডেল হয়েছেন শিপন মিত্র, সাঞ্জু জন, মিশু সাব্বির, মাজনুন মিজান, তাসনুভা তিশা, তামিম মৃধা, সানজানা রিয়া ও তাসনিম আনিকা।

মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। সুন্দরবন, সিলেটের চা-বাগান, সাভার এবং ঢাকার বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়েছে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের রাতে প্রাণ ফ্রুটোর ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে ভিডিওটি রিলিজ করা হয়েছে। ইতিমধ্যেই ৩৬ হাজারের বেশি দর্শক গানটি দেখে ফেলেছেন।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *