Home / মিডিয়া নিউজ / স্বাধীন প্রভার ব্যক্তিগত ভাবনা

স্বাধীন প্রভার ব্যক্তিগত ভাবনা

মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নানান বিতর্ক ও সমালোচনার পরও তিনি নিজের মত

করে এগিয়ে যাচ্ছেন কাজ নিয়ে। একের পর এক একক ও ধারাবাহিক নাটকে অভিনয় চালিয়ে

যাচ্ছেন এই বিতর্কিত তারকা। যদিও এ ক্ষেত্রে তাকে বেশ সংগ্রাম করতে হয়েছে। এমনকি এখনও প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তার কাজের ক্ষেত্রে। তবে এ নিয়ে তিনি একটুও বিরক্ত নন, এগিয়ে যেতে চান আপন গতিতে।

এমন কি নিজের সোশ্যাল সাইডে যখন স্ট্যাটাস দেন তা নিয়েও হয় আলোচনা। এরই মধ্যে ‘পরের মেয়ে’ শিরোনামের একটি ধারাবাহিকে কাজ করছেন তিনি। এছাড়াও তিনি ব্যস্ত খণ্ড নাটকে অভিনয় নিয়ে।

নতুন বছরের পরিকল্পনা নিয়ে অভিনেত্রী প্রভা বলেন, ‘নতুন বছরটা ভালো কাজের মাধ্যমে পার করতে চাই। বলতে পারেন, সে জন্য নতুন উদ্যমে কাজ শুরু করেছি। এরই মধ্যে কয়েকটি নতুন কাজ হাতে রয়েছে। সে কাজগুলো ভালোভাবে শেষ করতে চাই। তবে গতানুগতিক কাজ তেমন করছি না। দর্শক যেন নতুন কিছু পায়, সে ধরনের কাজই করছি এখন।’

তাকে নিয়ে সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে এ বিষয়গুলো নিয়ে আমি মোটেই চিন্তিত নই। আমি কী করব, তা একান্তই ব্যক্তিগত। আবার এগুলো কে কীভাবে নেবেন, সেটাও যার যার ব্যক্তিগত বিষয়। তবে আমি স্বাধীনভাবে নিজের কাজ করে যেতে চাই, নিজের ভাবনা প্রকাশ করতে চাই।’

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *