Home / মিডিয়া নিউজ / অন্যেরটা না ভেবে নিজের জীবন নিয়ে ভাবুন: মিথিলা

অন্যেরটা না ভেবে নিজের জীবন নিয়ে ভাবুন: মিথিলা

সাইবার বুলিং এই সময়ের নতুন একটি সমস্যা। অনলাইনের বিভিন্ন মাধ্যমে, বিশেষ করে সামাজিক

যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ কথা বলে মানসিক ও সামাজিকভাবে কাউকে আঘাত করাই হলো সাইবার বুলিং। এই ঘটনা সবচেয়ে বেশি ঘটে নারীদের ক্ষেত্রে।

দেশের অভিনেত্রী রাফিয়া রাশিদ মিথিলা ১১ ডিসেম্বর এক ভিডিওতে কথা বলেছেন সাইবার বুলিং নিয়ে। ভিডিওটি তিনি পোস্ট করেছেন ইন্সটাগ্রামে।

ভিডিওতে তিনি বলেন, ‘প্রত্যেক মানুষের একটা ব্যক্তিগত জীবন থাকে। সেখানে থাকে তার নিজস্ব ভালোলাগা, খারাপলাগা এবং সিদ্ধান্ত। যা শুধু তার জীবনকেই প্রভাবিত করে, অন্যের না।

‘কিন্তু কিছু মানুষ আছে, যারা অন্যের জীবন নিয়ে অনেক উৎসাহী; বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অন্যের জীবনের সিদ্ধান্ত নিয়ে তারা বাজে ও কুরুচিপূর্ণ কথা বলে।

‘নারীদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাজে ও কুরুচিপূর্ণ কথা বলা বন্ধ করতে হবে। অন্যের জীবন নিয়ে না ভেবে নিজের জীবন নিয়ে ভাবতে হবে এবং অন্যের অনুভূতিকে প্রাধান্য দিতে হবে।’

দেশের অভিনয়শিল্পীদের মধ্যে অভিনেত্রীদেরকে নিয়ে সাইবার বুলিং সবচেয়ে বেশি। মিথিলাও বাদ যাননি এই বুলিং থেকে। প্রথম বিয়ে বিচ্ছেদ, দ্বিতীয় বিয়ে নিয়ে প্রচন্ড সাইবার বুলিংয়ের শীকার হতে হয়েছে তাকে।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *