Home / মিডিয়া নিউজ / অর্থ সংকটে আমির খানের সহ অভিনেতা জাভেদ, রাস্তায় দাঁড়িয়ে সবজি বিক্রি

অর্থ সংকটে আমির খানের সহ অভিনেতা জাভেদ, রাস্তায় দাঁড়িয়ে সবজি বিক্রি

করোনাভাইরাস মহামারি প্রত্যেকের জীবনে মানসিক, শারীরিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

বলিউড সুপারস্টার আমির খানের ‘গুলাম’ ছবির সহ অভিনেতা জাভেদ হায়দার এখন রাস্তায় সবজি বিক্রি করছেন। তাঁর সবজি বিক্রির টিকটক ভিডিও ভাইরাল হয়েছে।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবল খবরে জানিয়েছে, জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’খ্যাত অভিনেত্রী ডলি বিন্দ্রা জাভেদের সবজি বিক্রির একটি ভিডিও শেয়ার করেছেন। লিখেছেন, করোনাভাইরাসের কারণে লকডাউনে কাজ হারিয়েছেন জাভেদ।

ভিডিওতে দেখা যাচ্ছে, এক ক্রেতার কাছে সবজি বিক্রি করতে করতে ‘দুনিয়া ম্যায় রেহনা হ্যায়’ গানটিতে ঠোঁট মেলাচ্ছেন জাভেদ। অভিনেত্রী ডলি ক্যাপশনে লিখেছেন, ‘তিনি একজন অভিনেতা, আর আজ তাঁকে সবজি বেচতে হচ্ছে।’ আরেক টুইটে ডলি লিখেছেন, জাভেদ ‘বারবার’ (২০০৯) এবং টিভি সিরিজ ‘জিয়ান্নি অউর জুজু’-তে (২০১২) অভিনয় করেছেন। জাভেদ অভিনীত সর্বশেষ হিন্দি ছবি ‘লাইফ কি অ্যায়সি কি ত্যায়সি’।

ভিডিওটি দেখার পর নেটিজেনরা জাভেদের ইতিবাচকতার প্রশংসা করেছেন। অনেকেই বলছেন, এই দুঃসময়ে আশা না হারানোর উদাহরণ তৈরি করলেন জাভেদ।

সম্প্রতি আয়ুষ্মান খুরানার ‘ড্রিম গার্ল’ ছবির সহঅভিনেতা সোলাঙ্কি দিবাকরকে রাস্তায় ফল বেচতে দেখা যায়। করোনাকালে সিনেমার কাজ নেই বলে অর্থ সংকটে পড়ে ফল বিক্রি করছেন তিনি।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *