Home / মিডিয়া নিউজ / কাটছাঁট ছাড়াই ‘নায়ক’

কাটছাঁট ছাড়াই ‘নায়ক’

চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও নবাগত নায়িকা অধরা খান অভিনীত চলচ্চিত্র ‘নায়ক’ বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। ২৩ সেপ্টেম্বর ছবিটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়।

এদিন ছবিটির বিষয়ে ইতিবাচক মত দেন বোর্ডের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের জ্যেষ্ঠ সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও এ ছবিটির নায়িকা অধরা।

আজ দুপুরে মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘সুন্দর একটি ছবি। এটির জন্য আলাদা সংশোধনী বা সম্পাদনার প্রয়োজন নেই। তাই আমরা গতকালই আনকাট ছাড়পত্রের বিষয়ে মত দিয়েছি।’

ছবিটি পরিচালনা করেছেন ইস্পাহানী আরিফ জাহান। অক্টোবরেই ছবিটির মুক্তি বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন তারা।

এদিকে এর মাধ্যমে প্রথমবারের মতো পর্দায় আসছেন নায়িকা অধরা। তিনি বলেন, ‘ছবির প্রায় সব কাজ সুন্দরভাবে শেষ হয়েছে এবং আমরা সেন্সর বোর্ডের কাছ থেকে প্রশংসাসূচক বাক্যও পেয়েছি। প্রচারণার কাজটিও আরও সুন্দরভাবে করতে চাই।’

চলতি বছরের জানুয়ারিতে ছবিটির শুটিং শুরু হয়। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন মৌসুমী। জাদুরকাঠি মিডিয়া প্রযোজিত এ ছবির কাহিনি লিখেছেন দেলোয়ার হোসেন দিল।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *