





কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে আজ (২২ শ্রাবণ) চ্যানেল আইতে সম্প্রচার হবে ইলিয়াস কাঞ্চন






অভিনীত বিশেষ চলচ্চিত্র ‘চারুলতা’। বিকাল ৩টা ৫ মিনিটে প্রচার হবে ইমপ্রেস টেলিফিল্মের এ ছবিটি। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ অবলম্বনে এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মাননু। এতে ইলিয়াস কাঞ্চন ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কুমকুম হাসান, সজল, শহিদুল আলম সাচ্চু, মিতা নূর, সাগর প্রমুখ। ছবিটি ২০১২ সালের ১১ মে মুক্তি পায় প্রেক্ষাগৃহে।