Home / মিডিয়া নিউজ / এবার শাবনূর নিজেই প্রশংসা করলেন পূজার

এবার শাবনূর নিজেই প্রশংসা করলেন পূজার

‘পোড়ামন-২’ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসা পাচ্ছেন এর নায়িকা পূজা

চেরী। অনেকেই তার সঙ্গে একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূরের তুলনা পর্যন্ত করেছেন।

এবার ‘পোড়ামন-২’ দেখে খোদ শাবনূরের মুখেই পাওয়ার গেল পূজার স্তুতি! তুমুল প্রশংসা করলেন এ নায়িকা। শাবনূর বললেন, ‘ছবিটি আমি আগেই দেখেছি। এটি দেখার পর পূজার ভক্ত হয়ে গিয়েছি। দারুণ অভিনয় করেছে সে! ছবিটি দেখার পর মনে হয় প্রায় দুই হাজার মানুষকে বলেছি এটি দেখার জন্য।’ গত ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পোড়ামন-২’। এতে প্রথম জুটি বেঁধে কাজ করছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। আর আজ (৩ জুন) সন্ধ্যায় রাজধানীর বক্লব্লাস্টার সিনেমাসে ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করে এর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। সেখানে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে আবারও ছবিটি দেখেন শাবনূর। তারপরই এ মন্তব্যটি করেন। এদিন আরও উপস্থিত ছিলেন- জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ, অভিনয়শিল্পী বাপ্পারাজ, ওমর সানী, মৌসুমী, বাঁধন, মৌসুমী হামিদ, মুমতাহিনা টয়া, পরিচালক দীপংকর দীপনসহ অনেকেই।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *