





গত রোজার সময় সংসার নিয়ে ব্যস্ত ছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সিনেমার জন্য সময় দেননি।






ঈদ শেষে এবার কাজে ফিরছেন এ নায়িকা। আগামী ৯ জুলাই থেকে শুরু করছেন তার নতুন ছবি ‘ও মাই লাভ’-এর কাজ। ছবিটি পরিচালনা করছেন আবুল কালাম আজাদ। তবে তার আগে ঢাকায় নিজেদের ঘরটা গুছিয়ে নিয়েছেন তিনি। স্বামী অপুকে নিয়ে শহরে নতুন ফ্ল্যাট নিয়েছেন এ নায়িকা। মাহি জানান, ঈদের সময়টা কাটিয়েছেন শ্বশুরবাড়ি সিলেটে। এরপর ঢাকায় নতুন ফ্ল্যাটটি সাজিয়েছেন। আগামী সপ্তাহ থেকে কাজে ফিরবেন তিনি। এ মুহূর্তে তার হাতে রয়েছে বেশ কয়েকটি ছবি। এগুলোর মধ্যে আছে ‘আমার মা আমার বেহেস্ত’, ‘আনন্দ অশ্রু’, তারপর ‘ও মাই লাভ’। এরপরই আরও কয়েকটি ছবির কাজে নামবেন ‘অগ্নি’-খ্যাত এ নায়িকা। এদিকে, আগামী ২৭ জুলাই মুক্তি পেতে যাচ্ছে মাহি-সাইমন জুটির নতুন ছবি ‘জান্নাত’। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এ ছবি মুক্তির সব কাজ চূড়ান্ত।