Home / মিডিয়া নিউজ / অভিনেতা সিয়াম হতে পারতেন এসেক্সের ক্রিকেটার!

অভিনেতা সিয়াম হতে পারতেন এসেক্সের ক্রিকেটার!

পরিচয়টা আজ অন্যরকম থাকতে পারত। একদমই আলাদা। আজ যে পরিচয় দেশজুড়ে। টেলিভিশনের ছোট পর্দা পেরিয়ে বড় পর্দায় উদ্ভাসিত হওয়ার আগে ভালোবাসায় হাজারো কিশোরীর পোড়া মন অথবা ফাগুন হাওয়ায় শিবসার পাড়ে অভিনেতা স্বত্তার বিচরণ। কোনটিই থাকতনা। হয়ত ভাবছেন ব্যারিস্টার পরিচয়ে পরিচিত হতেন অভিনেতা তখন?

তথ্যটি সে অর্থে নতুন নয়। কারণ অনেকেই জানেন লন্ডনে ব্যারিস্টারি পড়া শেষ করেছেন এই অভিনেতা তরুণ। তাহলে আর কোন পরিচয়ে পরিচিতি থাকত তার? চমকে দেওয়া তথ্য ক্রিকেটার! ডান হাতি লেগস্পিনারের দক্ষতা তাকে ঠাঁই দিয়েছিল লন্ডনের তার বিশ্ববিদ্যালয়ের দলে এমনকি এসেক্সের যে কোন একটি পর্যায়ে। তবে সেটি খোলাসা পুরো করেন না বর্তমানে নায়ক পরিচয়ের সিয়াম।

১০ মার্চ থেকে খুলনার পাইকগাছায় ঘাঁটি গেড়েছেন নাসির চরিত্রে রুপদানকারী সিয়াম আহমেদ। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত তৌকীর আহমেদের চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’ অভিনয় করছেন সিয়াম। বিপরীতে আছেন নুসরাত ইমরোজ তিশা। ঘোষণার সঙ্গে সঙ্গে প্রত্যাশার পারদ ক্রমাগত উঁচুতে উঠছে চলচ্চিত্রমোদীদের। খুলনার পাইকগাছায় প্রতিদিন শুটিংয়ের মাঝে এবং শুটিংয়ের শেষে হাজারো কিশোরীদের সময় দিতে হচ্ছে সেলফি তোলায়। কিশোররাও বাদ যাচ্ছে না। তাতে অনেক সময় কাজের ব্যাঘাত ঘটলেও হাসিমুখে এমন আবদার মেনে ঠিক মত সময় দিচ্ছেন চরিত্রে। নির্মাতার নির্দেশনা মানছেন অক্ষরে অক্ষরে। সিয়াম বিশ্বাস করেন, সিনেমা পরিচালক মাধ্যম।

সিয়ামের ক্যারিয়ার হতে পারত ক্রিকেট। আক্ষেপ হয় নাকি এখন? দৃঢ় এবং সংক্ষিপ্ত উত্তর, ‘না।’ সিয়াম বলেন: ক্রিকেটে আমার উজ্জ্বল সম্ভাবনা ছিল। কিন্তু ক্রিকেট পেশা হবে এটি কখনো ভাবনায় আসেনি। তাই আক্ষেপ থাকার কারণ নেই। হ্যাঁ, ক্রিকেটটা আমি খুব বেশি ভালোবাসি। এখনো সময় সুযোগ পেলে ক্রিকেট খেলতে নেমে পড়ি।

পানি উন্নয়ন বোর্ডের মাঠে ‘ফাগুন হাওয়ায়’ ছবির শুটিংয়ের অবসরে তিনি আরো বলেন: তবে আমি আইন বিষয়টি ভালোবাসি তাই বাবার পথে হাঁটতে চেয়েছি। আইন পেশায় আসতে চেয়েছি। সে পথটি প্রায় সম্পন্ন। আর অভিনয় আমার এখনকার ভালোবাসা। এটা সবসময় থাকবে।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *