Home / মিডিয়া নিউজ / জীবনটা ক্ষণস্থায়ী: জয়া আহসান

জীবনটা ক্ষণস্থায়ী: জয়া আহসান

জীবন, ক্ষণস্থায়ী; ক্ষতি, একদম হঠাৎ; হৃদয়, পুরোপুরি ভেঙে আছে’- ইংরেজিতে এমন কিছু বাক্যেই নিজের অনুভূতি প্রকাশ করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

১২ মার্চ ঢাকা থেকে নেপালগামী ইউএস বাংলার বিমান কাঠমান্ডুতে বিধ্বস্ত হওয়ার পর শোকে স্তব্ধ পুরো জাতি। এদিকে, রবিবার গভীর রাতে পুড়ে গেছে মিরপুর বস্তির পাঁচ হাজার ঘর।

জয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুই ঘটনায় শোক প্রকাশ করেছেন নিজের মতো করে। নেপালে দুর্ঘটনা কবলিত আহত-নিহত সকল যাত্রী ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এই অভিনেত্রী।

একইসাথে ঘরপোড়া মিরপুর বস্তির ২৫ হাজার অসহায় মানুষের প্রতিও জানিয়েছেন তাঁর সহমর্মিতা।

জয়ার ভাষায়, ১২ মার্চ এদেশের জন্য এক কালো অধ্যায়, এক শোকের দিন।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *