Home / মিডিয়া নিউজ / রান্না নিয়েও সিনেমা হতে পারে, প্রস্তাব ফেরদৌসের

রান্না নিয়েও সিনেমা হতে পারে, প্রস্তাব ফেরদৌসের

রান্নাকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে অগ্রপথিক বলা হয় রন্ধনশিল্পী কেকা ফেরদৌসীকে। দীর্ঘদিন ধরে তিনি রান্নার সঙ্গে রয়েছেন। ৪ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যার পর প্রাণ গুঁড়া মশলার নিবেদনে চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজন করা হয় কেকা ফেরদৌসীর টেলিভিশনে রান্নার পঁচিশ বছর পূর্তি অনুষ্ঠান। যেখানে অতিথি হিসেবে উপস্থিত হন চ্যানেল আই পরিবার, শুভানুধ্যায়ী ও কেকা ফেরদৌসীর রান্নার অনুষ্ঠানের স্পন্সর ও সহযোগিরা।

বাংলাদেশের বিভিন্ন অঙ্গনের মানুষের পাশাপাশি কেকা ফেরদৌসীর অনুষ্ঠানে সবচেয়ে বেশি দেখা যায় শোবিজ অঙ্গনের মানুষদের। তাইতো তাকে শুভেচ্ছা জানাতে এদিন চ্যানেল আই প্রাঙ্গণে উপস্থিত হয়েছিলেন অভিনেতা, অভিনেত্রী ও সংগীতশিল্পীরাও।

বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই অতিথিদের শুভেচ্ছা বার্তা আর গানে গানে শুরু হয় প্রাণ গুঁড়া মশলার নিবেদনে টেলিভিশনে কেকা ফেরদৌসীর পঁচিশ বছর পূর্তির অনুষ্ঠানটি। এসময় অতিথি সারিতে বসে কেকা ফেরদৌসীর সঙ্গে খুনসুঁটি করতে দেখা যায় চিত্রনায়ক ফেরদৌসকে। দুজনকে একসঙ্গে পেয়ে চিত্রগ্রাগকদের ক্যামেরায় ফ্ল্যাশও পড়ে বার কয়েক। হাস্যজ্বোল মুখে ছবি তুলেন তারা। একটু পরেই কেকা ফেরদৌসীকে শুভেচ্ছা বার্তা জানাতে উপস্থাপক দিলরুবা সাথী মঞ্চে ডাকেন ফেরদৌসকে।

মঞ্চে উঠে কেকা ফেরদৌসীকে উদ্দেশ্য করে চিত্রনায়ক ফেরদৌস বলেন, আমিতো এই আয়োজনে এসে ভেবেছিলাম আজকে কেকা আপার পঁচিশ বছর। রান্নার পঁচিশ বছর মনে হয়নি, কেকা আপাকে দেখে মনে হয়েছে আজকে তার পঁচিশ বছর। অনেক শুভেচ্ছা। এটা এক ধরনের জন্মদিন। রান্নাকে কেকা আপা শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। তাকে সাধুবাদ জানাই। তিনি আরো এগিয়ে যান।

কথায় কথায় রান্না নিয়েই একটা সিনেমা হতে পারে জানিয়ে কেকা ফেরদৌসীকে উদ্দেশ্য করে এই চিত্রনায়ক বলেন, আমি আগেও একবার আপাকে বলেছিলাম যে এরকম রান্না নিয়েই একটা সিনেমা তৈরি হওয়া উচিত। আপাকে সে কথা জানিয়েও ছিলাম। আমার কাছে একটা গল্পও ছিলো ভেবেছিলাম। আমি চাই সেই সিনেমাটা যেন তৈরি হয়।

নিজে কখনো রান্নার অনুষ্ঠানে যাননি জানিয়ে ফেরদৌস বলেন, আমি কখনোই কোনো রান্নার অনুষ্ঠানে যেতে আগ্রহী ছিলাম না। স্বাচ্ছন্দ্যবোধও করতাম না। আমার ধারনা ছিলো রান্নাঘরে ছেলেরা কেন যাবে! কিন্তু কেকা আপা সেই ধারনাটা পাল্টে দিয়েছেন। আমি বেশ কয়েকবার তার অনুষ্ঠানেও এসেছি। উনার সাথে আমার বেশ ভালো অভিজ্ঞতা।

এরপর কেকা ফেরদৌসীর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে ঘটা মজার মজার অভিজ্ঞতার কথাও অতিথিদের সামনে অকপটে শেয়ার করেন ফেরদৌস।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *