Home / মিডিয়া নিউজ / আমার পরিবার পৃথিবী বদলাতেই থাকবে: নুহাশ হুমায়ূন

আমার পরিবার পৃথিবী বদলাতেই থাকবে: নুহাশ হুমায়ূন

শনিবার দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) অধ্যাপক ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল। নিজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই হামলার শিকার হন দেহরক্ষী বেষ্টিত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এই অধ্যাপক ও লেখক।

ড. মুহম্মদ জাফর ইকবাল, দেশের প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ভাই। চাচার উপর হামলার পর মুখ খুলেন হুমায়ূন আহমেদের ছেলে ও তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন। চাচার উপর হামলার প্রেক্ষিতে ফেসবুকে দেয়া তার বার্তাটি চ্যানেল আই অনলাইন পাঠকদের জন্য ইংরেজিতে থেকে বাংলায় রূপান্তর করা হলো:

‘এমনটা যে কারও সাথেই হতে পারে। দিনের যে কোন সময়ে হঠাৎ খবর পেতে পারেন আপনার পরিচিত কেউ অসুস্থ, তাঁকে দেখতে হাসপাতালে ছুটে যেতে হবে তখনি।

সাধারণত, কারও হার্ট অ্যাটাক বা স্ট্রোকের এমন খবর আমরা পাই। কিন্তু, আজ ব্যাপারটা ব্যতিক্রম। আমার পরিবারের একজনের ওপর আজ হামলা হয়েছে।

সে খবর মিডিয়ায় সরাসরি সম্প্রচার করছে। হলিউডের অ্যাকশন চলচ্চিত্রের মতো করে সেই হামলার বর্ণনা দিচ্ছে। মানুষের নানা মন্তব্য, প্রার্থনায় ভরে যাচ্ছে আমার ফেসবুকের পাতাও।

আমি আমার দেশে নিরাপদে থাকতে চাই, কিন্তু এখন মনে হচ্ছে সেটা বাস্তবে সম্ভবই না।

আমার কাছে এগুলো কোন রাজনীতি বা আদর্শ না, এটার সাথে আমার পরিবার জড়িত। আমি জোরগলায় সবাইকে বলতে চাই, আমার পরিবারের সবাই অসম্ভব পর্যায়ের শক্ত মনের অধিকারী।

যা কিছুই হয়ে যাক, সামনে যা কিছুই আসুক; আমরা মৃত্যুর মুখোমুখিও যদি হই- তবুও আমার পরিবার এই পৃথিবী বদলানোর কাজ করতেই থাকবে। এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন’।

ছবি: সংগৃহিত

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *