Home / মিডিয়া নিউজ / ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে জয়ার উদ্যোগ

ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে জয়ার উদ্যোগ

ভক্তদের সাথে তারকাদের দূরত্ব কমার এক অনন্য পন্থা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের দুনিয়ায় তারকারা সহজেই জানছেন তাঁদের কাজ নিয়ে ভক্তদের মত, জানাতে পারছেন নিজেদের আপডেট। এতদিন এসব থেকে বেশ দূরে থাকলেও এবার ভক্তদের কাছে চলে এলেন জয়া আহসান।

সম্প্রতি ফেসবুকে নিজের অফিসিয়াল পেইজ নিয়ে হাজির হয়েছেন বাংলাদেশি এই অভিনেত্রী। দুই বাংলার চলচ্চিত্রে ব্যস্ত সময় পার করা জয়া ২০১৭ এর শেষদিনে তাঁর পেইজ থেকে গত বছর তাঁর অভিনীত চলচ্চিত্রগুলোর কথা মনে করিয়ে দিয়ে নিজের জন্য শুভকামনা চেয়েছেন।

সোমবার (১ জানুয়ারি) বছরের প্রথম দিনে নিজের অফিসিয়াল পেইজে সরাসরি ভিডিও নিয়ে হাজির হন জয়া আহসান। ১ মিনিট ২৯ সেকেন্ডের সে ভিডিওতে ভক্তদের জানান এখন থেকে সরাসরি সম্পৃক্ত থাকবেন তিনি এই পেইজের সাথে। নিজের সব ছোট-বড় খবর ভক্তদের জানাবেন এর মাধ্যমেই।

ভিডিওর সাথে একটি বার্তাও দেন জয়া। সেখানে বলেন, ‘প্রথমেই সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আর এই নতুন বছর থেকে আপনাদের সঙ্গে সরাসরি কানেক্টেড থাকার জন্য আমি হাজির হলাম আমার অফিসিয়াল ফেসবুক পেইজ নিয়ে। এটি একটি ছোট কিন্তু আন্তরিক প্রচেষ্টা আপনার সাথে সংযোগ স্থাপন করার জন্য। সুতরাং আসুন একটি সুন্দর যাত্রা একসঙ্গে শুরু করা যাক’।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *