Home / মিডিয়া নিউজ / নতুন ছবির জন্য ‘ওজন কমাচ্ছেন’ সিয়াম

নতুন ছবির জন্য ‘ওজন কমাচ্ছেন’ সিয়াম

‘পোড়ামন ২’ মুক্তির আগেই নতুন ছবির প্রস্তুতি নিচ্ছেন সিয়াম। ওই প্রস্তুতির অংশ হিসেবে তাকে অনেককিছু মেনে চলতে হচ্ছে। খাওয়া-দাওয়া করতে হচ্ছে খুব বেছে বেছে। শরীর চর্চায় আগের চেয়ে মনোযোগও বাড়াতে হয়েছে।

চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানান সিয়াম। তিনি বলেন, নতুন ছবিতে আমার চরিত্রটি থেকে যে ধারণা পেয়েছি তাতে মনে হয়েছে আমার ওজন কমানো দরকার। বিষয়টি পরিচালক ও প্রযোজক দুজনকেই জানিয়েছি। তারাও চাচ্ছেন আমি ওজন কমাই।

সিয়াম বলেন, কি পরিমাণে যে নিয়ম মেনে চলছি সেটা আর কাকে বলি! বিশেষ করে খাবার-দাবার ও এর বিভিন্ন পুষ্টিগুণ মেনে চলছি। তিনি বলেন, ক’দিনের মধ্যে ৮ কেজির মতো ওজন কমে গেছে। আরো কমাতে হবে। কারণ, নতুন দর্শকদের কাছে নতুন সিয়ামকে উপহার দিতে চাই।

‘পোড়ামন ২’ ছবির পর নতুন যে ছবিতে কাজ করতে যাচ্ছেন সিয়াম প্রাথমিকভাবে তার নাম রাখা হয়েছে ‘দহন’। ওই ছবিতে সিয়ামের বিপরীতে থাকবেন পূজা চেরি। সিয়াম বলেন, প্রাথমিকভাবে নাম রাখা হয়েছে ‘দহন’, তবে এটি এখনও চূড়ান্ত হয়নি।

শোনা যাচ্ছিল, মার্চের শেষের দিকে ‘দহন’ ছবির শুটিং শুরু হবে। কিন্তু সিয়াম বললেন, মার্চের মধ্যে শুরু হবে কিনা সন্দেহ আছে। কারণ অনেক কাজ এখনো বাকি। তিনি বলেন, নতুন এই ছবির চরিত্র নিয়ে এখনই কিছু জানাতে চাই না। এটা চমক হিসেবে থাক। তবে পোড়ামন ২ তে আমি চরিত্রে অভিনয় করছি, পরের ছবিতে তার থেকে ঠিক উল্টো।

পোড়ামন ২ মুক্তি পাবে আগামী পহেলা বৈশাখে, পরিচালনা করছেন রায়হান রাফি। সিয়ামের নতুন ছবিটিও পরিচালনা করছেন রায়হান রাফি। প্রযোজনা করবে জাজ মাল্টিমিডিয়া।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *