Home / মিডিয়া নিউজ / আমি এখন সিঙ্গেল: পপি

আমি এখন সিঙ্গেল: পপি

জীবনে অনেক প্রেম এসেছে, আবার চলেও গেছে। কিন্তু আমি এখন সিঙ্গেল, আগামীকাল হয়তো সিঙ্গেল নাও থাকতে পারি।। রিলেশনশিপে থাকলে এতদিন বিয়ে করে ফেলতাম, হয়তো বাচ্চার মাও হয়ে যেতাম, হা হা হা…

ভালবাসা দিবসে নিজের প্রেম কিংবা ব্যক্তিগত জীবনের সম্পর্ক নিয়ে কথাগুলো অকপটে চ্যানেল আই অনলাইনকে জানান আবেদনময়ী চিত্রনায়িকা পপি।

বুধবার দুপুরে পপি বলেন, বন্ধুত্ব, সততা এবং আন্তরিকতা এই তিনটা জিনিস না থাকলে ভালোবাসা টেকে না। শুধু প্রেমিক-প্রেমিকা নয়, বন্ধু, বাবা-মা সবার সঙ্গে ভালোবাসা মজবুত রাখতে হলে এগুলো অবশ্যই থাকতে হবে। তিনি বলেন, আমার প্রেম এখন সিনেমার সঙ্গে। এছাড়া পরিবারের মানুষদের আমি ভালোবাসি, সিনেমার মানুষদের ভালোবাসি।

তিনি বলেন, ভালোবাসা দিবসে উপহার পেতে ভালো ভালো লাগে। বিশেষ করে প্রিয় মানুষের কাছ থেকে ফুল কিংবা বই পেতে আমি বেশি ভালো লাগে। আমার বাসায় একটা বইয়ের শেলফ রয়েছে। সেখানে হুমায়ূন আহমেদ, সমরেশ মজুমদারের অনেক বই রয়েছে। এই দুই লেখকের বই খুব প্রিয়।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *