Home / মিডিয়া নিউজ / দেশকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন: রোজিনা

দেশকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন: রোজিনা

ভালোবাসা মানে আমি বুঝি আমার দেশ, আমার দেশের মানুষ, আমার চলচ্চিত্র। এগুলোই আমার কাছে ভালোবাসার উপকরণ। দেশকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন। তাহলেই ভালোবাসার পূর্ণতা অনুভব করবেন।

ভালোবাসা দিবস উপলক্ষে চ্যানেল আই অনলাইনকে কথাগুলো বলছিলেন সোনালী অতীতের চিত্রনায়িকা রোজিনা।

তিনি বলেন, দেশ ও দেশের মানুষকে ভালোবাসার পাশাপাশি চারপাশের সবকিছুর যত্ন নিতে হবে। আড়াই শ’র বেশি সিনেমার এই নায়িকা বলেন, ব্যক্তি রোজিনার ভালোবাসা চলচ্চিত্রকে ঘিরে। এখানকার মানুষেরাই আমার ভালোবাসা।

তিনি আরো বলেন, আমি মনে করি ভালোবাসা তরল পদার্থের মতো। যে পাত্রে রাখা হবে সেটার আকার ধারণ করবে। আর ভালোবাসার জন্য বিশেষ দিনের প্রয়োজন হয়না। যারা ভালবাসতে জানে, তারা প্রতিদিনই ভালবাসতে পারে। এর কোনো সময়ের প্রয়োজন হয়না।

তিনি বলেন, মানুষের প্রতি মানুষের ভালোবাসা যত বাড়বে, ততই সৌহার্দ্য বিরাজ করবে। হানাহানি কমে যাবে। আমাদের দেশ, এই পৃথিবীটা এত সুন্দর যে ভালোবাসা দিয়ে অনুভব করলে যে বোঝা যাবে। তাই সুন্দরভাবে বেঁচে থাকতে হলে ভালোবাসার বিকল্প নেই।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *