সৎ মা মানেই খারাপ। এমন ধারনা প্রচলিত হয়ে আছে বহু বছর ধরে। কিন্তু এই ধারনাকে চ্যালেঞ্জ ছুড়ে বহুবার ভুল প্রমাণ করেছেন বলিউডের সৎ মায়েরা। দেখা গেছে, দুই মায়ের সাথেই একই রকম ভালো সম্পর্ক তারকাদের সন্তানদের। পাঠকদের জন্য আজ থাকছে বলিউডের সেই সব সৎ মা ও সন্তানের তালিকা যাদের সম্পর্ক সুমধুর ও বন্ধুর মতো-
সালমান খান- হেলেন
সালমানের পরিবার সম্ভবত বলিউডের সবচেয়ে অসাম্প্রদায়িক বলে বিবেচিত। সালমানের মা সুশীলা চরক তথা সালমা খানের সাথে প্রথম বিয়ে হলেও ১৯৮০ সালে ২য় স্ত্রী হিসেবে ঘরে আসেন বলিউড নায়িকা হেলেন। প্রথম দিকে সালমান সহ বাকি ভাই-বোনেরা তাঁকে মেনে নিতে না পারলেও পরবর্তীতে হেলেনের আন্তরিকতায় সম্পর্কের বরফ গলে। বর্তমানে সালমা-হেলেন দুই বোনের মতো সম্পর্ক নিয়ে এগিয়ে চলেছেন।
সারা আলী খান- কারিনা কাপুর খান
চ্যানেল আই অনলাইন- সারা, ইব্রাহীম ও কারিনা কাপুর খান
সারা, ইব্রাহীম ও কারিনা কাপুর খান
সাইফ আল খানের স্থে কারিনার বিয়ের সময় যথেষ্ট বড়ই ছিল সাইফের প্রথম ঘরের সন্তান সারা আলী খান ও ইব্রাহীম। প্রথম থেকেই কারিনার সঙ্গে দারুণ সম্পর্ক সাইফের দুই সন্তানের। বহু জায়গায় তাঁর একসঙ্গে ঘুরতেও গেছেন। কারিনা সবসময়ই দুইজনের বন্ধু হয়ে থাকার চেষ্টা করেন।
ত্রিশালা- মান্যতা দত্ত
চ্যানেল আই অনলাইন- ত্রিশালা ও মান্যতা দত্ত
ত্রিশালা ও মান্যতা দত্ত
সঞ্জয় দত্তের প্রথম স্ত্রী রিচা শর্মার মেয়ে ত্রিশালা। সঞ্জয়ের দ্বিতীয় স্ত্রী মান্যতার সাথে দারুণ সখ্যতা ত্রিশালার। সঞ্জয়ের উপস্থিতি ছাড়াও দুইজন বেড়িয়ে পড়েন পছন্দের নানা জায়গায়। ইন্সটাগ্রামেও প্রকাশ পায় দুইজনের ভালোবাসা।
ইরা ও জুনায়েদ খান- কিরান রাও
চ্যানেল আই অনলাইন- ইরা, জুনায়েদ খান ও কিরান রাও
ইরা, জুনায়েদ খান ও কিরান রাও
আমিরের প্রথম স্ত্রী রিনা দত্ত যেভাবে তাঁদের দুই সন্তান ইরা ও জুনায়েদকে বড় করেছেন, তা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ আমিরের ২য় স্ত্রী কিরান রাও। কিরানের মতে, আমিরের আগের ঘরের দুই সন্তান ছাড়া তাঁদের পরিবার এখনও অসম্পূর্ণ।
শহীদ কাপুর- সুপ্রিয়া পাঠক
চ্যানেল আই অনলাইন- শহীদ কাপুর ও সুপ্রিয়া পাঠক
শহীদ কাপুর ও সুপ্রিয়া পাঠক
শহীদ কাপুরের বাবা পঙ্কজ কাপুর, তাঁর মা নীলিমা আজিমের সাথে বিচ্ছেদের পর বিয়ে করেন সুপ্রিয়া পাঠককে। দুই মায়ের কাছ থেকেই সমান ভালোবাসা পান শহীদ। বিভিন্ন সাক্ষাৎকারে শহীদ বলেছেন, সুপ্রিয়া তাঁকে সব বিষয়ে পরামর্শ দেন। সৎ ভাই-বোনদের সাথেও খুবই ভালো সম্পর্ক শহীদের।
পূজা ভাট- সনি রাজদান
চ্যানেল আই অনলাইন- পূজা ভাট- সনি রাজদান
পূজা ভাট- সনি রাজদান
মহেশ ভাটের প্রথম স্ত্রীর সন্তান পূজা ভাট ও রাহুল ভাট। পরবর্তীতে ব্রিটিশ বংশোদ্ভুত অভিনেত্রী সনি রাজধানকে বিয়ের পর সে সংসারে জন্ম নেন আলিয়া ও শাহীন। পুরো পরিবার মিলে এক সাথেই সম্পর্ক টিকিয়ে রেখেছে খুব ভালোভাবেই। বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একত্রে উপভোগ করতে দেখা যায়।
ফারহান আখতার- শাবানা আজমি
চ্যানেল আই অনলাইন- ফারহান আখতার ও শাবানা আজমি
ফারহান আখতার ও শাবানা আজমি
প্রথম স্ত্রী হানি ইরানির সঙ্গে বিচ্ছেদের পর জাভেদ আখতার ১৯৮৪ সালে ঘর বাঁধেন শাবানা আজমির সাথে। শুধু দ্বিতীয় স্ত্রী নয়, কিছুদিনের মধ্যেই ফারহান- জোয়ার দ্বিতীয় মা হয়ে ওঠেন শাবানা। প্রথমে দুই ভাই-বোন বাবার সাথে মায়ের বিচ্ছেদ নিয়ে মন খারাপ করলেও শাবানা তাঁর স্নেহ দিয়ে আগলে রেখে তাঁদের মনে স্থান করে নেন।