Home / মিডিয়া নিউজ / আপনাকে হারিয়ে আমরা আজ অভিভাবকহীন: শাকিব খান

আপনাকে হারিয়ে আমরা আজ অভিভাবকহীন: শাকিব খান

নায়করাজ রাজ্জাকের জন্মদিন মঙ্গলবার(২৩ জানুয়ারি)। অথচ তিনি বেঁচে নেই, গেল ২১ আগস্ট পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেছেন। রেখে গেছেন অজস্র স্মৃতি।

কিংবদন্তি এই চলচ্চিত্র অভিনেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়ক শাকিব। তিনি বলেছেন, রাজ্জাক সাহেবকে হারিয়ে আজ আমরা অভিভাবকহীন। তার চলে যাওয়ায় চলচ্চিত্রে অপূরণীয় ক্ষতি হয়েছে।

অনেকগুলো ছবিতে নায়করাজের সঙ্গে কাজ করেছিলেন শাকিব খান। নায়ক রাজের সংস্পর্শ পেয়ে শাকিব শিখেছেন অনেককিছুই। সেজন্য নায়করাজের প্রতি শাকিব খান কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। বলেছেন, সবসময় তাঁর প্রেরণাকে সামনে রেখে এগিয়ে গেছি। আমার দুঃসময়ে তার কাছেই ছুটে গিয়েছি।

শাকিব বলেন, নায়করাজ রাজ্জাক সমগ্র বাঙালি জাতির সম্পদ। বাংলা চলচ্চিত্রে তাঁর অবদান সবার ওপরে। সবসময় তাঁকে পাশে পেয়েছি। তিনি কখনই কাউকে ফিরিয়ে দিতেন না। তাঁর দরজা সবসময় সবার জন্য খোলা থাকত।

সৃষ্টিকর্তার কাছে আমার একটাই প্রার্থনা, রাজ্জাক স্যার যেন ওপারেও সুখে থাকেন, রাজা হয়েই থাকেন, আর কিছু চাই না। জন্মদিনে নায়করাজ আর তার পরিবারের শান্তি কামনা করছি।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *