Home / মিডিয়া নিউজ / রাজ্জাক ভাই প্রথম সিনেমায় আমার বাবা ছিলেন: ববিতা

রাজ্জাক ভাই প্রথম সিনেমায় আমার বাবা ছিলেন: ববিতা

‘রাজ্জাক ভাই তো একটা ইনস্টিটিউশন। তাঁর হাত ধরেইতো চলচ্চিত্রে আসা। উনার কাছ থেকেই আমি সব শিখেছি।’ বাংলাদেশের কিংবদন্তী নায়িকা ববিতা চ্যানেল আই অনলাইনকে বলছিলেন নায়করাজ রাজ্জাককে স্মরণ করে। মঙ্গলবার নায়করাজের জন্মদিন।

ববিতা বলেন, রাজ্জাক ভাই চলচ্চিত্রে আসেন জহির রায়হানের হাত ধরে, আমিও চলচ্চিত্রে আসি জহির ভাইয়ের সিনেমার মাধ্যমেই। প্রথম চলচ্চিত্র ‘সংসার’-এ রাজ্জাক ভাই ছিলেন আমার বাবা। আর সুচন্দা আপু ছিলেন আমার মা চরিত্রে। এরপরের চলচ্চিত্র ‘শেষ পর্যন্ত’ সিনেমায় আমি ছিলাম রাজ্জাক ভাইয়ের নায়িকা। তাই রাজ্জাক ভাই ছিলেন আমার অভিভাবক। তিনি ছিলেন সবসময় ছায়া হিসেবে।

সত্তরের দশকের সবচেয়ে জনপ্রিয় জুটি ছিলো রাজ্জাক-ববিতা। পীচ ঢালা পথ, টাকা আনা পাই, মানুষের মন, বাদী থেকে বেগম, আলোর মিছিল, অনন্ত প্রেম, আকাঙ্খাসহ অর্ধশতাধিক চলচ্চিত্রে দর্শক পেয়েছে রাজ্জাক-ববিতাকে একসঙ্গে। এই দীর্ঘ পথ চলায় ববিতার চলচ্চিত্র জীবনের একটা পিলারের নাম ‘রাজ্জাক’ এমনটাই বলছিলেন তিনি। ববিতা বলেন, বাংলাদেশের চলচ্চিত্রে ‘রাজ্জাক’ যেমন একটি উজ্জ্বলতম নক্ষত্র, আমার জীবনেও রাজ্জাক ভাই তেমন। ছিলেন সবচেয়ে প্রিয় অভিভাবক।

১৯৪২ সালের ২৩ জানুয়ারি নায়করাজের জন্ম হয় কলকাতার ৮ নম্বর নাগতলা রোডের বাড়িতে। ১৯৬৪ সালে কলকাতা ছেড়ে স্ত্রী-পুত্রসহ ঢাকায় এসে বসবাস শুরু করেন। নানা সংগ্রামের ভেতর দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ চলচ্চিত্রের নায়ক হিসেবে। বর্ণাঢ্য এক নায়করাজের জীবন শেষে তিনি ২০১৭ সালের ২১ আগস্ট মৃত্যুবরণ করেন।

নায়করাজ রাজ্জাকের জন্মদিন উপলক্ষে চ্যানেল আই আয়োজন করেছে বিভিন্ন অনুষ্ঠানের।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *