অবতার নামে একটি ছবিতে কাজ করছিলেন আমিন খান। ছবিটি নির্মাণাধীন। এরমধ্যে নতুন আরেক ছবিতে চুক্তিবদ্ধ হলেন এক সময়ের ঢাকাই ছবির ব্যস্ততম এই নায়ক। আমিন খানের নতুন ছবির নাম ‘দুলালের মুখ দেখি’।
সম্প্রতি এই ছবিতে অফিসিয়ালি চুক্তিবদ্ধ হয়েছেন আমিন খান। ছবিটি নিয়ে চ্যানেল আই অনলাইকে তিনি জানান, ছবির গল্পটা আমাকে মুগ্ধ করেছে। এই গল্পের মাঝে আমি নিজেকে খুঁজে পেয়েছি। এককথায় গল্পটা আমাকে ভীষণ ভাবে টেনেছে।
দুলালের মুখ দেখি ছবিটি নির্মাণ করবেন মিজানুর রহমান লাবু। এই নির্মাতা এর আগে তুখোড়, নূরু মিয়া ও তার বিউটি ড্রাইভার নামের দুটি ছবি নির্মাণ করেছেন। তিনি জানান, এই ছবির গল্প হবে আমাদের রোজকার জীবনের খুব চেনা ঘটনা। কিন্তু দুলালের মুখ আমরা যেভাবে দেখবো, সেই দেখাটাই এই ছবির গল্প। এবং অবশ্যই সেটা খুবই এক্সাইটিং।
ছবির অন্যান্য চরিত্রে কারা অভিনয় করবেন সেটি জানাননি নির্মাতা লাবু। বলেছেন, শুক্রবার সন্ধ্যায় আমিন ভাইকে সাইন করিয়েছি। মার্চে শুটিং শুরু করবো। তার আগেই বাকি শিল্পীদের নাম জানানো হবে।
আমিন খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি হচ্ছে এক জবানের জমিদার হেরে গেলেন এই বার। ২০১৬ সালের ২৬ আগস্ট ছবিটি মুক্তি পেয়েছিল।