Home / মিডিয়া নিউজ / কলকাতায় অনন্যা পুরস্কার পেলেন আঁখি আলমগীর

কলকাতায় অনন্যা পুরস্কার পেলেন আঁখি আলমগীর

কলকাতার প্রসিদ্ধ যোধপুর পার্ক ফেস্টিভালে এ বছর থেকে শুরু হয়েছে একদিনের জন্য ‘বাংলাদেশ দিবস’ উদযাপন। ৫ জানুয়ারি এবারের উৎসবের উদ্বোধনে ছিলেন বাংলাদেশের স্বনামধন্য রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

উৎসবে বাংলাদেশের জন্য নির্ধারিত দিনে আঁখি আলমগীর পেয়েছেন অনন্যা পুরস্কারের সম্মাননা। এছাড়াও সেদিন উৎসবে সম্মানিত হয়েছেন নাশিদ কামাল, স্বপ্নীল সজীব ও আইয়ুব বাচ্চু।

মঙ্গলবার (৯ জানুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভক্তদেরকে এ খবর আঁখি জানিয়েছেন বেশ কিছু ছবি ও ছোট্ট একটি ক্যাপশনের মাধ্যমে। ইংরেজি ভাষায় লেখা আঁখির বার্তাটি পাঠকদের জন্য তুলে ধরা হল-

‘মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম ও প্রখ্যাত লেখক শীর্ষেন্দু মুখার্জির কাছ থেকে যোধপুর পার্ক ফেস্টিভালের ‘বাংলাদেশী নাইট’ এ অনন্যা কৃতিত্ব সম্মান নেয়ার সময়… এরপর প্রায় দেড় ঘণ্টা অসম্ভব ভালো শ্রোতাদের সামনে পারফর্ম করি। ধন্যবাদ কলকাতা আমাকে এতটা সম্মান আর ভালোবাসা দেয়ার জন্য। সৃষ্টিকর্তা আর আপনাদের প্রতি আমার বিনম্র কৃতজ্ঞতা।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *